দৌলতপুরে যুবলীগের জনসভা অনুষ্ঠিত

দৌলতপুরে যুবলীগের জনসভা। ছবি: সমকাল
দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৩ | ২২:২২ | আপডেট: ২৬ সেপ্টেম্বর ২০২৩ | ২২:৩১
আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সরকারের উন্নয়ন কর্মকাণ্ডসহ নানা উদ্যোগ জনগণের সামনে তুলে ধরতে কুষ্টিয়ার দৌলতপুরে যুবলীগের জনসভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার উপজেলার পিয়ারপুর ইউনিয়নের কামালপুর মাধ্যমিক বিদ্যালয়ে পিয়ারপুর ইউনিয়ন যুবলীগের আয়োজনে এ জনসভা অনুষ্ঠিত হয়।
পিয়ারপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান সোহেল রানা বুলবুলের সভাপতিত্বে জনসভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা যুবলীগের সভাপতি বুলবুল আহমেদ টোকেন চৌধুরী। বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শহিদুল ইসলাম হালসানা, যুগ্ম সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান সেলিম চৌধুরী, তথ্য ও গবেষণা সম্পাদক জাহিরুল ইসলাম, ফিলিপনগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফজলুল হক কবিরাজ, বোয়ালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মহিউদ্দিন বিশ্বাস, সাধারণ সম্পাদক কামরুজ্জামান বিশ্বাস, খলিসাকুন্ডি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রুহুল আমিন, রিফাইতপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জামিরুল ইসলাম বাবু, বোয়ালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি আলাউল মাস্টার, হোগলবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাজদার হোসেন মেম্বার, উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক বখতিয়ার রহমান বাচ্চু, সাংগঠনিক সম্পাদক মাসুদ রানা, দপ্তর সম্পাদক আমিন লস্কর, সমাজ কল্যাণ সম্পাদক সালাউদ্দিন খান শাহিন, প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুল্লাহেল মাসুদ সুইট, উপজেলা যুবলীগ নেতা আব্দুল মজিদ প্রমুখ।
এর আগে উপজেলা যুবলীগের সভাপতি বুলবুল আহমেদ টোকেন চৌধুরীর নেতৃত্বে আল্লারদর্গায় দলীয় অফিস থেকে কয়েক হাজার নেতাকর্মীদের নিয়ে জনসভায় উপস্থিত হন।
জনসভায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বুলবুল আহমেদ টোকেন চৌধুরীকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া-১ আসনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়ার দাবি জানান।