- সারাদেশ
- গাজীপুরের ছেলে শাকিলের গ্রেট হিমালয় ট্রেইল জয়
গাজীপুরের ছেলে শাকিলের গ্রেট হিমালয় ট্রেইল জয়
গাজীপুরের ছেলে ইকরামুল হাসান শাকিলের গ্রেট হিমালয় ট্রেইল জয়ের গল্প। অদম্য সহাসী এই যুবক ১০৯ দিনে পাড়ি দিয়েছেন ১ হাজার ৭শ কিলোমিটার। শেষ পর্যন্ত ৫ হাজার ৭৫৫ মিটার উঁচু পর্বতের চূড়া স্পর্শ করে ফিরেছেন।
বিষয় : হিমালয় ট্রেইল হিমালয় ট্রেইল জয়
মন্তব্য করুন