- সারাদেশ
- ফরিদপুরের ফুয়াদের জামিন বাতিল
ফরিদপুরের ফুয়াদের জামিন বাতিল

দুই হাজার কোটি টাকার অর্থপাচার মামলায় ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেনের সাবেক সহকারী একান্ত সচিব (এপিএস) এ এইচ এম ফুয়াদকে হাইকোর্টের দেওয়া জামিন বাতিল করেছেন আপিল বিভাগ। বৃহস্পতিবার দায়িত্বরত প্রধান বিচারপতি মো. নুরুজ্জামানের নেতৃত্বাধীন আপিল বিভাগের তিন সদস্যের বেঞ্চ এই আদেশ দেন।
আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মেহেদী হাসান চৌধুরী। অন্যদিকে, আসামি ফুয়াদের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী মনসুরুল হক চৌধুরী।
গত বছরের ১৪ নভেম্বর অর্থপাচার মামলায় এ এইচ এম ফুয়াদকে জামিন দেন হাইকোর্ট। পরে ওই জামিনের রায় স্থগিত চেয়ে আপিল করে রাষ্ট্রপক্ষ।
দুই হাজার কোটি টাকা পাচারের অভিযোগে ২০২০ সালের ২৬ জুন ফরিদপুর শহর আওয়ামী লীগের অব্যাহতিপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন বরকত ও তার ভাই ফরিদপুর প্রেসক্লাবের অব্যাহতিপ্রাপ্ত সভাপতি ইমতিয়াজ হাসান রুবেলসহ অন্যদের বিরুদ্ধে রাজধানীর কাফরুল থানায় মামলা দায়ের করে সিআইডি। পরে ওই মামলায় ২০২১ সালের ১২ অক্টোবর রাতে রাজধানী থেকে ফুয়াদকে গ্রেপ্তার করা হয়।
এইচকে/
মন্তব্য করুন