কুষ্টিয়ার কুমারখালীর এক বাড়িতে গৃহবধূর মাথায় পিস্তল ঠেকিয়ে ডাকাতির অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার রাত ৩টার দিকে উপজেলার যদুবয়রা ইউনিয়নের বরইচারা গ্রামের আমতলা মোড় এলাকার আনোয়ার হোসেনের বাড়িতে এ ঘটনা ঘটে। 

বাড়ির মালিক আনোয়ার হোসেনের স্ত্রী শিউলি খাতুন জানান, তিনি সন্তানদের নিয়ে ঘুমাচ্ছিলেন। রাত ৩টার দিকে মুখোশ পরা ডাকাতরা বারান্দার তালা কেটে ও ছিটকিনি ভেঙে ঘরে ঢোকে। পরে তার মাথায় পিস্তল ঠেকিয়ে স্বর্ণালংকারসহ ফোন সেট ও নগদ ছয় হাজার টাকা ডাকাতি করে নিয়ে যায়।

এ বিষয়ে কুমারখালী থানার এসআই বিলকিস খাতুন বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।