- সারাদেশ
- মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে প্রাণ গেল ২ জনের
মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে প্রাণ গেল ২ জনের

প্রতীকী ছবি
সাতক্ষীরার কলারোয়ায় পৃথক মোটরসাইকেল দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। বুধবার সকাল ৬টার দিকে সাতক্ষীরা-যশোর সড়কের কাজীরহাট ও একই এলাকার শাকদায় এ দুর্ঘটনা ঘটে।
কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহা. মোস্তাফিজুর রহমান বলেন, উপজেলার ১০নং কুশোডাঙ্গা ইউনিয়নের শাকদা গ্রামের মাহমুদ কলি মোটরসাইকেল নিয়ে কলারোয়া বাজারে আসছিলেন। পথে শাকদা এলাকায় তার মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যায়। এতে ঘটনাস্থলে তিনি মারা যান।
অপরদিকে, একই সড়কের কাজীরহাট এলাকায় সাতক্ষীরা সদরের ঝাউডাঙ্গা বাজারের ব্যবসায়ী তয়াপ কারিগর যশোরের বাঁগআচড়া বাজারে যাচ্ছিলেন। এ সময় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান ওসি।
মন্তব্য করুন