- সারাদেশ
- কালবৈশাখী ঝড়ে সিরাজগঞ্জে বিদ্যুৎ লাইনে ত্রুটি, সংযোগ বন্ধ
কালবৈশাখী ঝড়ে সিরাজগঞ্জে বিদ্যুৎ লাইনে ত্রুটি, সংযোগ বন্ধ

কালবৈশাখী ঝড়ে বৃহস্পতিবার রাতে সিরাজগঞ্জ শহরে নেসকোর বিদ্যুৎ লাইনে বিভ্রাট দেখা দিয়েছে। জেলা শহরের প্রধান দু’টি লাইনসহ তিনটি ফিডারের বেশ কিছু জায়গায় বিভ্রাট দেখা দেয়। এ কারণে রাতে বিদ্যুৎ সংযোগ বন্ধ থাকায় বিড়ম্বনায় পড়েন শহরবাসী। রাতেই বিদ্যুৎ লাইন মেরামতের কাজ শুরু হয়। শুক্রবার সকাল সাড়ে ১০টা পর্যন্ত শহরের প্রধান দু’টি লাইন ও তিনটি ফিডার (শাখা লাইন) চালু করা সম্ভব হলেও মেরামত কাজ পুরোপুরি শেষ হয়নি। এখনও শহরের অনেক জায়গায় বিদ্যুৎ সংযোগ ফেরেনি।
সিরাজগঞ্জে নেসকোর বিদ্যুৎ সরবরাহ ও বিতরণ বিভাগ-২ এর নির্বাহী প্রকৌশলী অসিত পোদ্দার জানান, দু’টি মেইন লাইন রাত থেকে বন্ধ থাকার পর সকালে চালু হয়েছে। একটি ফিডার এখনও চালু করা সম্ভব হয়নি। সবগুলো চালু হওয়ার পর গ্রাহক থেকে পর্যায়ক্রমে অভিযোগ আসতে শুরু করবে। তখন মূলত বোঝা যাবে কোথায় কোন অংশে কোন কোন গ্রাহক ক্ষতিগ্রস্ত হয়েছেন।
বিদ্যুত সরবরাহ ও বিতরণ বিভাগ-১ এর নির্বাহী প্রকৌশলী আব্দুল্লাহ আল ফারুক বলেন, কালবৈশাখী ঝড়ে শহরের বিভিন্ন স্থানে বিদ্যুৎ লাইন সাময়িক ক্ষতিগ্রস্ত হয়েছে। কোথায়ও তার ছিঁড়ে গেছে বা কোথায়ও ফেস দুর্বল
হয়ে বিদ্যুতের প্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে। আশা করছি, শুক্রবার দিনের মধ্যে লাইনে বিভ্রাট মেরামত করা সম্ভব হবে।
শহরের গোশালার হাজী জুলমাত মঞ্জিলের সত্ত্বাধিকারী আব্দুস সামাদ জানান, রাত থেকেই আমার ভবনে বিদ্যুৎ নেই। সকালে বারবার বিদ্যুতের আপ-ডাউন করায় প্রি-পেইড মিটার ও ফ্রিজ পুড়ে যাবার আশঙ্কায় সংযোগ বন্ধ রেখেছি। ভোর থেকে বারবার অভিযোগ দিলেও লাইন মেরামতে নেসকোর লোকজন আসছে না।
গ্রাহক বিড়ম্বনার বিষয়ে নেসকোর ওই দু’নির্বাহী প্রকৌশলী বলেন, শহরের মূল লাইন ফিডার চালু করার পরই মূলত গ্রাহকের অভিযোগগুলো পর্যায়ক্রমে নিস্পত্তি করা হবে। এজন্য ধৈর্য ধরতে হবে।
মন্তব্য করুন