- সারাদেশ
- স্বামীকে হত্যার পর ৬ টুকরা: স্ত্রী ও ইমামের বিচার শুরু
স্বামীকে হত্যার পর ৬ টুকরা: স্ত্রী ও ইমামের বিচার শুরু

আজাহারুলের স্ত্রী আসমা আক্তার ও ইমাম মাওলানা আব্দুর রহমান
ঢাকার ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ মুর্শিদ আহাম্মদ আসামিদের অব্যাহতির আবেদন নাকচ করে আজ রোববার চার্জ গঠনের আদেশ দেন। একই সঙ্গে আগামী ২০ জুলাই মামলার সাক্ষ্যগ্রহণের তারিখ ধার্য করেন। এর মধ্য দিয়ে মামলার আনুষ্ঠানিক বিচারকাজ শুরু হলো।
এদিন দুই আসামিকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। এ সময় তারা নিজেদের নির্দোষ দাবি করে ন্যায়বিচার প্রার্থনা করেন।
মামলা সূত্রে জানা যায়, ২০২১ সালের ২০ মে রাত ৯টার দিকে রাজধানীর দক্ষিণখানে গার্মেন্টসকর্মী আজাহারুল ইসলামকে হত্যার পর মরদেহ ছয় টুকরা করে সরদার বাড়ির জামে মসজিদের সেপটিক ট্যাংকে লুকিয়ে রাখা হয়।
এ ঘটনায় নিহত আজাহারুলের ভাই হাসান বাদী হয়ে ২৬ মে দক্ষিণখান থানায় মামলা করেন। তদন্ত শেষে গত ২৩ জানুয়ারি তদন্ত কর্মকর্তা দক্ষিণখান থানার এসআই ফারুক মিয়া আসমা ও আব্দুর রহমানকে অভিযুক্ত করে চার্জশিট দাখিল করেন। চার্জশিটে তিনি আসমার ৩ বিয়ে, অনৈতিক সম্পর্ক ও স্বামীকে হত্যার পরিকল্পনার কথা উল্লেখ করেন।
মন্তব্য করুন