- সারাদেশ
- আইনজীবী-বিচারকদের ড্রেসকোড পরিবর্তনে বৈঠক শনিবার
আইনজীবী-বিচারকদের ড্রেসকোড পরিবর্তনে বৈঠক শনিবার

প্রতীকী ছবি
দেশব্যাপী তাপপ্রবাহের কারণে আদালতে আইনজীবী ও বিচারকদের ড্রেসকোড (পোষাক ব্যববার বিধি) পরিবর্তনের সিদ্ধান্ত নিতে সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ বিচারপতিদের সঙ্গে আলোচনায় বসবেন প্রধান বিচারপতি। আগামী শনিবার বেলা ১১টায় সুপ্রিম কোর্টে এ বৈঠক অনুষ্ঠিত হবে।
আজ বৃহস্পতিবার বিকেলে আপিল বিভাগের রেজিস্ট্রার মুহাম্মদ সাইফুর রহমান সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন।
এর আগে গত কয়েক দিনে উচ্চ তাপমাত্রার কারণে আইনজীবী ও বিচারকদের জন্য গ্রীষ্ম ও শীতকালীন ভিন্ন ভিন্ন ড্রেসকোড নির্ধারণের জন্য প্রধান বিচারপতি বরাবর একাধিক আবেদন করা হয়।
বৃহস্পতিবার দুপুরে প্রধান বিচারপতির কাছে একই বিষয়ে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি মোমতাজ উদ্দিন ফকির ও সম্পাদক আব্দুন নূর দুলালের নেতৃত্বে কার্যনিবাহী কমিটির নেতৃবৃন্দ আবেদন করেন। এছাড়াও প্রধান বিচারপতি ও বার কাউন্সিলে পৃথক সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মোহাম্মদ হুমায়ন কবিরসহ একাধিক আইনজীবীর পক্ষ থেকেও তাপপ্রবাহের কারণে আদালত চলাকালে বিচারপতি ও আইনজীবীদের ড্রেসকোড পরিবর্তন চেয়ে আবেদন করা হয়।
একটি আবেদনে বলা হয়, বাংলাদেশ মূলত একটি গ্রীষ্মপ্রধান দেশ। বছরের প্রায় ৮ মাস উচ্চ তাপমাত্রা থাকে। আইনজীবীদের আদালতে পরিধানের জন্য সিভিল রুলস অ্যান্ড অর্ডারস, ক্রিমিনাল রুলস অ্যান্ড অর্ডারস, বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ রুলস ১৯৭৩ এবং আপিল বিভাগের রুলস ১৯৮৮-তে শীত ও গ্রীষ্মকালে একই ধরনের পোশাক পরিধানের কথা বলা হয়েছে।
অতিরিক্ত গরমে নিয়ম অনুযায়ী, কালো কোট, গাউন, কলার, ব্যান্ড-টাই পরিধানের কারণে প্রতিবছর বহু সংখ্যক আইনজীবী হিট স্ট্রোকে মৃত্যুর কোলে ঢলে পড়ছেন। অনেক আইনজীবী অসুস্থ হয়ে পড়েন। তীব্র গরম এবং তাপ প্রবাহের কারণে অনেক বয়স্ক আইনজীবী আদালতে যেতে পারেন না। ফলে অনেক আইনজীবী পেশাগত মৌলিক অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন। এ অবস্থায় আগামী শনিবার ড্রেসকোড পরিবর্তনের জন্য জ্যেষ্ঠ বিচারপতিদের সঙ্গে আলোচনায় বসবেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।
মন্তব্য করুন