- সারাদেশ
- ইচ্ছামতো দামে কাপড় বিক্রি করায় দুই প্রতিষ্ঠানকে জরিমানা
ইচ্ছামতো দামে কাপড় বিক্রি করায় দুই প্রতিষ্ঠানকে জরিমানা

ইচ্ছামতো মূল্য বসিয়ে কাপড় বিক্রির প্রমাণ পাওয়ায় চট্টগ্রামের দুই প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। আজ রোববার দুপুরে নগরীর প্রবর্তক মোড়ের অভিজাত মিমি সুপার মার্কেটে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেওয়া অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ বলেন, অভিজাত মিমি সুপার মার্কেটের দুটি প্রতিষ্ঠানে ইচ্ছামতো মূল্যের ট্যাগ বসিয়ে কাপড় বিক্রির প্রমাণ পেয়েছি। প্রতিষ্ঠান দুটিকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সেই সঙ্গে প্রতিষ্ঠান-সংশ্লিষ্টদের সতর্ক করে দেওয়া হয়েছে।
তিনি জানান, অভিযানে বিদেশি কাপড় বিক্রি করতে দেখা গেলেও পণ্যের গায়ে আমদানিকারকের কোনো সিল পাওয়া যায়নি। কাপড় আমদানির ক্ষেত্রে কোনো কাগজপত্র দেখাতে পারেননি বিক্রেতারা।
তিনি আরও জানান, মূলত ক্রয়মূল্যের চেয়ে কয়েক গুণ দামে পণ্য বিক্রি করতেই দোকানে কোনো কাগজপত্র রাখেনি তারা। এটি কারসাজি ছাড়া আর কিছুই নয়। ব্যবসায়ীদের এমন কারসাজিতে কিছু অসাধু ব্যবসায়ী উপকৃত হলেও সাধারণ ক্রেতারা ঠকছেন। বিষয়টি উদ্বেগের।
মন্তব্য করুন