- সারাদেশ
- কর্মকর্তা-রক্ষীদের ওপর জেলেদের হামলা, বন বিভাগের মামলা
কর্মকর্তা-রক্ষীদের ওপর জেলেদের হামলা, বন বিভাগের মামলা

প্রতীকী ছবি
সুন্দরবনে বন কর্মকর্তা ও রক্ষীদের ওপর জেলেদের হামলার ঘটনায় ২১ জনের নাম উল্লেখ অজ্ঞাত আরও ১০-১৫ জনকে আসামি করে মামলা দায়ের করেছে বন বিভাগ। বৃহস্পতিবার দুপুরে চাঁদপাই রেঞ্জের স্টেশন অফিসার ওবায়দুর রহমান বাদী হয়ে এ মামলা করেন। তবে এ পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি।
আসামিরা হলেন- নয়ন খাঁ, শয়ন খাঁ, আমিরুল খাঁ, এনামুল খাঁ, লিটন খাঁ, আল মামুন শেখ, মারুফ খাঁ, তিতুমীর খাঁ, মো. শহিদ, জাহাঙ্গীর খাঁ, রিয়াজুল খাঁ, জাকির শেখ, মো. সোহাগ, ইমরান শেখ, বাহারুল খাঁ, সুলতান শেখ, মিরাজ শেখ, মিলন শেখ, সোহেল খাঁ, সুমন শেখ ও মিরাজুল খাঁ।
পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের এসিএফ (সহকারী বন সংরক্ষক) মাহবুব হাসান জানান, গত বুধবার বিকেলে সুন্দরবনের শ্যালা নদীর অভয়ারণ্যের নিষিদ্ধ এলাকায় মাছ শিকার বন্ধে অভিযানের সময় জেলেদের হামলার শিকার হন দুই বন কর্মকর্তাসহ সাতজন। এ ঘটনায় মোংলার চিলা ইউনিয়নের জয়মনি গ্রামের ২১ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ১০-১৫ জনকে আসামি করে মামলা হয়েছে।
এসিএফ মাহবুব হাসান আরও জানান, বুধবার (২৯) বিকেলে সুন্দরবন সংলগ্ন পশুর নদীর নন্দবালা, আন্ধারমানিক ও শ্যালা অভয়ারণ্যে (নিষিদ্ধ) এলাকায় মাছ শিকার করছিল একদল জেলে। খবর পেয়ে অভিযানে যায় চাঁদপাই রেঞ্জের বনরক্ষীরা। এ সময় তাদের ওপর চড়াও হয় জেলেরা। এক পর্যায়ে নৌকায় থাকা বৈঠা ও দা দিয়ে বন কর্মকর্তাদের ওপর হামলা করে তারা। হামলায় সহকারী বন সংরক্ষক মাহবুব হাসান, ষ্টেশন অফিসার খলিলুর রহমানসহ সাতজন আহত হন। আত্মরক্ষার্থে বনরক্ষীরা পাঁচ রাউন্ড ফাঁকা গুলি ছুড়লে জেলেরা পালিয়ে যায়।
পূর্ব সুন্দরবনের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মুহাম্মদ বেলায়েত হোসেন বলেন, হামলাকারীদের চিহ্নিত করা হয়েছে। এ ঘটনায় মামলা হয়েছে। কাউকে আটক করা যায়নি। আসামিদের ধরতে পুলিশের পাশাপাশি বন বিভাগের অভিযান অব্যাহত রয়েছে বলে জানান তিনি।
মন্তব্য করুন