- সারাদেশ
- খাতুনগঞ্জের ৫ আড়তকে ২৭ হাজার টাকা জরিমানা
চড়া দামে ভোগ্যপণ্য বিক্রি
খাতুনগঞ্জের ৫ আড়তকে ২৭ হাজার টাকা জরিমানা

আজ বুধবার দেশের সবচেয়ে বড় ভোগ্যপণ্যের পাইকারি বাজার খাতুনগঞ্জে অভিযান চালিয়ে এসব প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উমর ফারুক ও প্লাবন কুমার বিশ্বাস।
উমর ফারুক সমকালকে বলেন, বার বার তাগাদা দেওয়ার পরও চড়া দামে ভোগ্যপণ্য বিক্রি, মূল্য তালিকা না রাখাসহ নানা অপরাধের প্রমাণ পাওয়ায় পাঁচ আড়তকে ২৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি প্রতিষ্ঠান সংশ্লিষ্টদের এ ব্যাপারে সতর্ক করা হয়েছে।
ভোগ্যপণ্যের বাজার নিয়ন্ত্রণে রাখতে পুরো রমজান মাসজুড়ে জেলা প্রশাসনের এই বাজার মনিটরিং কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
নির্বাহী ম্যাজিস্ট্রেট প্লাবন কুমার বিশ্বাস জানান, অভিযানে জুয়েল এন্টারপ্রাইজকে ১০ হাজার টাকা, হাজি জসিম ট্রেডার্স, এফসি ট্রেডার্স ও আল মদিনা ট্রেডার্সকে ৫ হাজার টাকা করে এবং আল্লাহর দান নামে আরেক আড়তকে ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মন্তব্য করুন