- সারাদেশ
- শেখ হাসিনা সব ধর্মের মানুষের নিরাপদ আশ্রয়স্থল: প্রাণিসম্পদমন্ত্রী
শেখ হাসিনা সব ধর্মের মানুষের নিরাপদ আশ্রয়স্থল: প্রাণিসম্পদমন্ত্রী

ছবি- সমকাল
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সকল ধর্মের মানুষের নিরাপদ আশ্রয়স্থল বলে উল্লেখ করেছেন মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম। তিনি বলেন, বঙ্গবন্ধুর মৃত্যুর পরে সংবিধান থেকে ধর্মনিরপেক্ষতা ছুঁড়ে ফেলা হয়েছিল। শেখ হাসিনা ক্ষমতায় এসে তা সংশোধন করে বলেছেন, সকলেই সমান সুযোগ পাবে।
আজ শুক্রবার দুপুরে পিরোজপুরের নাজিরপুরের শ্রীরামকাঠি হরিসভা মঠে জন্মাষ্টমী উপলক্ষে অনুষ্ঠিত আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, একটা সময় বাংলাদেশে হিন্দুরা ছিল উপেক্ষিত। আজ শান্তির সঙ্গে সবাই সমভাবে ধর্ম পালন করছে। রাষ্ট্রের দায়িত্ব সকলকে নিরাপত্তা দেওয়া এবং প্রাণ ভরে তারা যাতে নিজ নিজ ধর্ম পালন করতে পারেন সেই সুযোগ করে দেওয়া। আর সেই সুযোগ বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা করে দিয়েছেন।
আলোচনাসভা শেষে মন্ত্রী বর্ণাঢ্য শোভাযাত্রায় অংশ নেন। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার খায়রুল ইসলাম, নাজিরপুর থানার ওসি হুমায়ূন কবির, জেলা পূজা উদযাপন কমিটির সভাপতি সুরঞ্জন হালদার, উপজেলা পূজা উদ্যাপন কমিটির সভাপতি চঞ্চল কান্তি বিশ্বাস, সাধারণ সম্পাদক তিমির হালদার তিমির, নির্জন কান্তি বিশ্বাস, জেলা পূজা উদ্যাপন পরিষদের সাবেক সাধারণ সম্পাদক গোপাল চন্দ্র বসুসহ উপজেলা পূজা উদযাপন পরিষদ, হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এদিকে, পিরোজপুর জেলা শহরে জন্মাষ্টমী উৎসব উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ১০টায় কেন্দ্রীয় আখড়াবাড়ী মদন মোহন জিউর মন্দির থেকে শ্রী শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন পরিষদের আয়োজনে শোভাযাত্রা বের হয়ে কালীবাড়ি মন্দিরে গিয়ে শেষ হয়।
শোভাযাত্রায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন পিরোজপুর সদর উপজেলা চেয়ারম্যান মো. মজিবুর রহমান খালেক। এ সময় পৌর কাউন্সিলর সাদুল্লাহ লিটন, জন্মাষ্টমী উদযাপন পরিষদের আহ্বায়ক সুনীল চক্রবর্তী, সদস্য সচিব চন্দ্র শেখর হালদার, বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ- খ্রিস্টান ঐক্য পরিষদ সদর উপজেলা শাখার সভাপতি সুদেব মসিদ, সাধারণ সম্পাদক দীপঙ্কর মাতা মিন্টু, পূজা উদ্যাপন পরিষদের অধির রঞ্জন পাল ও নির্মল চ্যাটার্জী প্রমুখ উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন