ঢাকা মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪

আর হাত পাততে হবে না তাঁদের

আর হাত পাততে হবে না তাঁদের

ময়মনসিংহ প্রতিনিধি

প্রকাশ: ১৫ আগস্ট ২০২২ | ১২:০০ | আপডেট: ১৫ আগস্ট ২০২২ | ২৩:২৬

ময়মনসিংহের ফুলপুর ও গৌরীপুর উপজেলায় ১০ ভিক্ষুুককে ব্যাটারিচালিত রিকশা ও গরু দিয়ে পুনর্বাসন করা হয়েছে।
গতকাল সোমবার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবসের দিন দুপুরে পৃথক অনুষ্ঠানের মাধ্যমে রিকশা ও গরু তুলে দেওয়া হয় ভিক্ষুকদের হাতে।

ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান কর্মসূচির আওতায় উপজেলা সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে ফুলপুর উপজেলার পয়ারী গ্রামের জমিলা খাতুনকে রিকশা, নগরবেড়া গ্রামের অহেদ আলীকে ভ্যান, নয়াগাঁও গ্রামের জেলেকা খাতুন, ঠাকুরবাখাই গ্রামের তসিরন খাতুন ও চক ঢাকিরকান্দা গ্রামের প্রতিবন্ধী আব্দুর রহমানকে গরু দেওয়া হয়।

অপরদিকে গৌরীপুর উপজেলার বোকাইনগর ইউনিয়নের মামুদনগর গ্রামের হেলেনা বেগম ও মাওহা ইউনিয়নের বীর আহমদপুর গ্রামের আনিছুর রহমানকে একটি করে গাভি এবং ডৌহাখলা ইউনিয়নের রাম সিংজানি গ্রামের পঙ্গু আবুল কাশেম, গৌরীপুর ইউনিয়নের পালান্দর গ্রামের আমিনা খাতুন, রামগোপালপুর ইউনিয়নের নওয়াগাঁও গ্রামের মোকমিনা খাতুনকে একটি করে রিকশা দেওয়া হয়।

আরও পড়ুন

×