- সারাদেশ
- ‘করোনা নিয়ন্ত্রণে বাংলাদেশের সাফল্য জানতে চায় বিশ্বব্যাংক’
‘করোনা নিয়ন্ত্রণে বাংলাদেশের সাফল্য জানতে চায় বিশ্বব্যাংক’

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক
করোনাভাইরাস নিয়ন্ত্রণে বাংলাদেশের সাফল্যের নেপথ্যের ঘটনা বিশ্বব্যাংক জানতে চেয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
বুধবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে চক্ষু সমিতি আয়োজিত এক অনুষ্ঠানে তিনি বলেন, দেশে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকায় ভাবমূর্তি উজ্জ্বল হয়েছে। ঘনবসতিপূর্ণ একটি দেশ সীমিত সম্পদ নিয়েও করোনা মোকাবিলায় ভালো করেছে। এ কারণে বাংলাদেশের অভিজ্ঞতা লিখিতভাবে বিশ্বব্যাংক জানতে চেয়েছে। সেই অভিজ্ঞতা তারা বিশ্বের অন্যান্য দেশে ছড়িয়ে দেবে।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, সম্প্রতি বিশ্বব্যাংক সদর দপ্তরে প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষের সঙ্গে সভা করেছি। তারা জানার চেষ্টা করেছে বাংলাদেশে করোনা পরিস্থিতি কীভাবে নিয়ন্ত্রণ হলো। কারণ, বিশ্বের সবচেয়ে ধনী দেশ যুক্তরাষ্ট্রও এখনও তেমনভাবে করোনা নিয়ন্ত্রণ করতে পারেনি। করোনা নিয়ন্ত্রণ, টিকা কর্মসূচিতে যুক্তরাষ্ট্র থেকে এগিয়ে আছে বাংলাদেশ। তিনি বলেন, এখন অনেকে মাস্ক ব্যবহার করেন না। গত এক মাসে একজনও করোনায় মারা যাননি। এটা একটা বিরল অর্জন। করোনা নিয়ন্ত্রণে আছে বলেই বাংলাদেশের মানুষ কোনো বাধা ছাড়াই বিদেশে যেতে পারছে।
চক্ষু সমিতির সহসভাপতি অধ্যাপক ডা. আশরাফ সাঈদের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে স্বাস্থ্য ও শিক্ষা ও পরিবারকল্যাণ বিভাগের সচিব সাইফুল হাসান বাদল, বিএসএমএমইউর উপাচার্য অধ্যাপক ডা. শারফুদ্দিন আহমেদ, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এএইচএম এনায়েত হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
মানিকগঞ্জ প্রতিনিধি জানান, সন্ধ্যায় মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজ মাঠে মানিকগঞ্জ পৌরসভা আয়োজিত ২৫ কোটি টাকা ব্যয়ে শহরের ওপর দিয়ে প্রবাহিত খালের সৌন্দর্যবর্ধন প্রকল্প উদ্বোধন অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হন স্বাস্থ্যমন্ত্রী। মানিকগঞ্জ পৌরসভার মেয়র মো. রমজান আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা পরিষদের প্রশাসক ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট গোলাম মহীউদ্দীন, অতিরিক্ত জেলা প্রশাসক সানোয়ারুল হক, স্থানীয় সরকার শাখার উপপরিচালক মো. শফিকুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম, সরকারি দেবেন্দ্র কলেজের অধ্যক্ষ মো. রেজাউল করিম প্রমুখ উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন