- সারাদেশ
- নাটোরে ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ২
নাটোরে ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ২

দুর্ঘটনার পর মাইক্রো ও ট্রাকের চিত্র
নাটোরের বড়াইগ্রামে ট্রাকের সঙ্গে মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে দুই ব্যক্তি নিহত এবং তিন জন আহত হয়েছেন। আহত ব্যক্তিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
বুধবার ভোরে নাটোর-পাবনা মহাসড়কের বড়াইগ্রামের নগর ইউনিয়নের কয়েন এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত দুই ব্যক্তি হলেন-মনিরুজ্জামান (৩৫) ও আল-মাহবুব (৪৩)। তাদের বাড়ি চুয়াডাঙ্গা জেলার সদর উপজেলার তালতোলা ও গহরপুর এলাকায়। আহত ব্যক্তিদের নাম-পরিচয় জানা যায়নি।
বনপাড়া হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) ফিরোজ হোসেন বলেন, উপজেলার কয়েন এলাকায় চুয়াডাঙ্গা থেকে রাজশাহীগামী একটি নোহা মাইক্রোবাসের সঙ্গে পঞ্চগড় থেকে পাবনাগামী বালুবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই মাইক্রোর চালক ও একযাত্রী নিহত হন। আহত হন আরও তিন জন।
তিনি আরও বলেন, দুর্ঘটনা-কবলিত ট্রাক ও মাইক্রোটি জব্দ করা হয়েছে। ট্রাকের চালক ও সহকারী পালিয়ে গেছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।
মন্তব্য করুন