- সারাদেশ
- দশ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২
দশ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২

ছবি: র্যাবের সৌজন্যে
ময়মনসিংহের ভালুকা থেকে দশ কেজি গাঁজাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে র্যাব-১৪ এর একটি দল। শনিবার রাতে অভিযান চালিয়ে ভালুকার ভরাডুবা এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন- মো. বিল্লাল মিয়া ও মো. আশরাফুল মিয়া। এদের মধ্যে বিল্লালের বাড়ি হবিগঞ্জের মাধবপুর এবং আশরাফুলের বাড়ি বাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায়।
দেশের বিভিন্ন জেলা থেকে এনে ময়মনসিংহ জেলার বিভিন্ন এলাকায় তারা গাঁজা বিক্রি করতো বলে জানিয়েছে র্যাব। র্যাব-১৪ ময়মনসিংহের কোম্পানি অধিনায়ক আখের মুহম্মদ জয় জানান, দুই ব্যবসায়ীর বিরুদ্ধে ভালুকা থাকায় মামলা দেওয়া হয়েছে।
মন্তব্য করুন