- সারাদেশ
- বাঁশঝাড়ে ঝুলছিল তরুণীর মরদেহ, চিনছে না কেউ
বাঁশঝাড়ে ঝুলছিল তরুণীর মরদেহ, চিনছে না কেউ

প্রতীকী ছবি
বগুড়ার শাজাহানপুরে বাঁশঝাড় থেকে অজ্ঞাত এক যুবতীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার বেলা সাড়ে ১১টায় শাজাহানপুর উপজেলার গণ্ডগ্রাম কালীবাড়ি এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, শনিবার সকালে বাঁশঝাড়ে একটি হেলে পড়া বাঁশের সাথে গলায় ওড়না পেঁচানো অবস্থায় এক যুবতীর মরদেহ দেখতে পান তারা। পরে পুলিশে সংবাদ দেওয়া হলে শাজাহানপুর থানা পুলিশ মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায়।
শাজাহানপুর থানার উপ-পরিদর্শক (এসআই) গোলাম রসুল বলেন, আনুমানিক ২৫ বছর বয়সী ওই যুবতীর পরনে ছিল সালোয়ার-কামিজ। ধারণা করা হচ্ছে, শুক্রবার রাতের কোনো সময় মেয়েটিকে তারই ওড়না দিয়ে শ্বাসরোধ করে হত্যা করে দুর্বৃত্তরা।
তিনি বলেন, স্থানীয় লোকজন ওই যুবতীকে চিনতে পারছেন না।
মন্তব্য করুন