- সারাদেশ
- কুমিল্লায় ৮২ জনের এসএসসির ফল পরিবর্তন
কুমিল্লায় ৮২ জনের এসএসসির ফল পরিবর্তন

ফাইল ছবি
২০২১ সালের এসএসসির ফল পুনঃনিরীক্ষণের ফল শুক্রবার প্রকাশ হয়েছে। এতে কুমিল্লা শিক্ষা বোর্ডে আবেদনকারীদের মধ্যে ৮২ জনের ফল পরিবর্তন হয়েছে। এর মধ্যে ৫১ জন ফেল থেকে পাস, ৬ জন জিপিএ ৫ এবং ২৫ জনের গ্রেড পরিবর্তন হয়েছে।
কুমিল্লা শিক্ষা বোর্ডের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক (মাধ্যমিক) মোহাম্মদ শহিদুল ইসলাম সমকালকে জানান, গ্রুপভিত্তিক নৈর্বাচনিক ১১ বিষয়ে ৪ হাজার ১৯৩ জন পরীক্ষার্থী ৪ হাজার ৬৭৯টি উত্তরপত্র পুনঃনিরীক্ষণের জন্য অনলাইনে আবেদন করে।
এর মধ্যে ৫১ জন ফেল থেকে পাস ও ৬ জন নতুন করে জিপিএ ৫ পেয়েছে। এ ছাড়া ২৫ জনের গ্রেড পরিবর্তন হয়েছে। ফল পরিবর্তন হওয়া শিক্ষার্থীরা ২২ ও ২৩ জানুয়ারি কলেজে ভর্তির জন্য অনলাইনে আবেদন করতে পারবে।
মন্তব্য করুন