- সারাদেশ
- ছাত্রলীগ নেতা নয়ন হত্যা মামলার আসামি বিপ্লব গ্রেপ্তার
ছাত্রলীগ নেতা নয়ন হত্যা মামলার আসামি বিপ্লব গ্রেপ্তার

অভিযুক্ত বিপ্লব
গাজীপুরে ছাত্রলীগ নেতা নয়ন শেখ হত্যা মামলার তিন নম্বর আসামি বিপ্লবকে গ্রেপ্তার করেছে র্যাব-১ এর সদস্যরা। শনিবার সন্ধ্যায় শ্রীপুর উপজেলার কাওরাইদ এলাকা থেকে বিপ্লবকে গ্রেপ্তার করা হয় বলে সমকালকে জানান র্যাব-১ গাজীপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর এ এস এম মাইদুল ইসলাম। অভিযুক্ত বিপ্লব জেলার কাওরাইদ গ্রামের মৃত নারায়ন পাগলার ছেলে।
এর আগে ছাত্রলীগ নেতা নয়ন শেখ হত্যাকাণ্ডের ঘটনায় শুক্রবার রাতে মামলা হয়। নিহতের বড় ভাই রতন মিয়া বাদী হয়ে অজ্ঞাত ব্যক্তি সহ ৩১ জনের বিরুদ্ধে মামলা করেন।
বৃহস্পতিবার রাতে শ্রীপুরের কাওরাইদ ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি পদপ্রার্থী বেলদিয়া গ্রামের আবদুল কাদিরের ছেলে নয়ন শেখকে পুকুরে নেমে হত্যা করা হয়। ক্রিকেট খেলায় বিরোধের জেরে খুন হন তিনি। এই হত্যাকাণ্ডের মামলায় প্রধান আসামি ইউনিয়ন যুবলীগের সভাপতি প্রার্থী খায়রুল ইসলাম মীরকে এখনও গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
মন্তব্য করুন