- সারাদেশ
- প্রধানমন্ত্রীকে কটূক্তির অভিযোগে ছাত্রদল নেতা গ্রেপ্তার
প্রধানমন্ত্রীকে কটূক্তির অভিযোগে ছাত্রদল নেতা গ্রেপ্তার
চাঁদপুর প্রতিনিধি |
চাঁদপুর প্রতিনিধি
প্রকাশ: ১৯ জানুয়ারি ২০২১
আপডেট: ১৯ জানুয়ারি ২০২১
প্রকাশ: ১৯ জানুয়ারি ২০২১ । আপডেট: ১৯ জানুয়ারি ২০২১
জহিরুল ইসলাম
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তির অভিযোগে চাঁদপুরের হাইমচরে এক ছাত্রদল নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার উপজেলার আলগী বাজার থেকে জহিরুল ইসলাম নামের ওই যুবককে গ্রেপ্তার করা হয়।
উপজেলার ছোট লক্ষীপুর গ্রামের বাসিন্দা জহিরুল উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক। তিনি ইসলামি ব্যাংক এজেন্ট ব্যাংকিং হাইমচর শাখার ম্যানেজার।
পুলিশ ও স্থানীয়রা জানান, রোববার বিকেলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের অ্যাকাউন্ট থেকে প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করে একটি পোস্ট দেন জহিরুল। পরে পশ্চিম চরকৃষ্ণপুর গ্রামের বাসিন্দা হাবিবুর রহমান গাজীর ছেলে সুলতান আহমেদ গাজী বাদী হয়ে থানায় অভিযোগ করলে হাইমচর থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে।
হাইমচর থানার ওসি মো. মাহবুবুর রহমান মোল্লা বলেন, 'মাননীয় প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি অভিযোগে থানায় একটি মামলা হয়েছে। সে পরিপ্রেক্ষিতে আমরা আসামিকে গ্রেপ্তার করেছি।'