ঢাকা শনিবার, ০২ ডিসেম্বর ২০২৩

সই জালিয়াতি করায় শ্রীপুরে ছাত্রলীগের চার কমিটি বিলুপ্ত

উপজেলা কমিটি স্থগিত

সই জালিয়াতি করায় শ্রীপুরে ছাত্রলীগের চার কমিটি বিলুপ্ত

ফাইল ছবি

গাজীপুর প্রতিনিধি

প্রকাশ: ২১ নভেম্বর ২০২৩ | ০৫:৩৩

সই জালিয়াতি করে কমিটি ঘোষণার অভিযোগে গাজীপুরের শ্রীপুর উপজেলা ছাত্রলীগের কমিটি সাময়িক স্থগিত করেছে কেন্দ্র। একই সঙ্গে মাওনা, কাওরাইদ, গোসিঙ্গা ইউনিয়ন ও ধলাদিয়া কলেজ শাখার কমিটি বিলুপ্ত করা হয়েছে।

সোমবার রাতে এক বিজ্ঞপ্তিতে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান এ তথ্য জানিয়েছেন।

বিষয়টি নিশ্চিত করে গাজীপুর জেলা ছাত্রলীগের সভাপতি সুলতান মো. সিরাজুল ইসলাম জানান, উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক আলমগীর হোসেন মারুফের সই জাল করে সম্প্রতি তিনটি ইউনিয়ন ও একটি কলেজ শাখার কমিটি ঘোষণা করেন আহ্বায়ক মাহবুব হাসান। বিষয়টি কেন্দ্রের নজরে এলে চারটি কমিটি বিলুপ্ত ও উপজেলা কমিটি সাময়িক স্থগিত করা হয়। একই সঙ্গে কেন পরবর্তী সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না– সাত দিনের মধ্যে এর উপযুক্ত জবাব দিতে বলা হয়েছে।

এ বিষয়ে আলমগীর হোসেন মারুফ জানান, গত ১৫ নভেম্বর তাঁর সই জাল করে কমিটিগুলো ঘোষণা দেওয়া হয়।

উপজেলা ছাত্রলীগের স্থগিত কমিটির আহ্বায়ক মাহবুব হাসান অভিযোগ অস্বীকার করে বলেন, কারও সই জাল করা হয়নি। পছন্দের লোককে কমিটিতে রাখা হয়নি বলে একটি পক্ষ মিথ্যা অভিযোগ করেছে।

আরও পড়ুন