ঢাকা শনিবার, ০২ ডিসেম্বর ২০২৩

নারী শ্রমিক নিহত, সংকটাপন্ন আরও ৩

হরতালকারীদের আগুনের ভয়ে পালাতে গিয়ে ভ্যানকে চাপা দিল ট্রাক

হরতালকারীদের আগুনের ভয়ে পালাতে গিয়ে ভ্যানকে চাপা দিল ট্রাক

ছবি-সংগৃহীত

রাজশাহী ব্যুরো

প্রকাশ: ২১ নভেম্বর ২০২৩ | ০৪:৫২ | আপডেট: ২১ নভেম্বর ২০২৩ | ০৪:৫৩

নাটোরের চাঁদপুরে হরতাল সমর্থনকারীদের আগুনের ভয়ে একটি ট্রাক দ্রুতগতিতে পালাতে গিয়ে নারী শ্রমিকদের বহন করা ভ্যানে ধাক্কা দিলে একজন নিহত ও কমপক্ষে ৪ জন আহত হয়েছে।

সোমবার সকাল ৮টার দিকে সদর উপজেলার রাজশাহী-নাটোর মহাসড়কের চাঁদপুর পাবনাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত নারী শ্রমিকের নাম সাথী খাতুন (২৫)। তিনি রাজশাহীর পুঠিয়া উপজেলার ঝলমলিয়া এলাকার হিমেল বাদশার স্ত্রী। সাথী নাটোর কিষোয়ান কোম্পানির শ্রমিক ছিলেন। সংকটাপন্ন অবস্থায় বর্তমানে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি আছেন রেশমা, সোহাগী ও মল্লিকা নামে আরও তিন শ্রমিক। তারা পুঠিয়ার রামজীবনপুর গ্রামের বাসিন্দা।

আহতরা জানান, কিষোয়ান নামে ওই কোম্পানিতে সারারাত কাজ শেষে সকালে প্রতিষ্ঠানের নিজস্ব গাড়িতে তাদের বাড়ি পৌঁছে দেওয়ার কথা। কিন্তু রোববার রাতে পুঠিয়ার ধোপাপাড়ায় কিষোয়ান কোম্পানির বাসটি হরতাল সমর্থকরা পেট্রোল বোমা ছুড়ে পুড়িয়ে দেয়। এ কারণে তারা ছয়জন শ্রমিক গাড়ি না পেয়ে ভ্যানে বাড়ি ফিরছিলেন। ভ্যানটি চাঁদপুরে এলে হরতাল সমর্থকরা একটি ট্রাকে আগুন দেওয়ার চেষ্টা করে। এ সময় ট্রাকটি দ্রুত পালাতে গিয়ে তাদের ভ্যানকে চাপা দেয়। এতে ৪ জন গুরুতর আহত হন। তাদের রামেক হাসপাতালে আনলে সাথী মারা যান।

রাজপাড়া থানার ওসি রফিকুল হক বলেন, সাথীর লাশ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। পরিবার দাফনের জন্য লাশ নিয়ে গেছে। ঘাতক ট্রাকটির চালক পালিয়ে গেছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। 

আরও পড়ুন