ঢাকা শনিবার, ০২ ডিসেম্বর ২০২৩

নওগাঁয় ছুরিকাঘাতে সেলসম্যান নিহত

নওগাঁয় ছুরিকাঘাতে সেলসম্যান নিহত

হাসপাতালে নিহতের স্বজনরা। ছবি-সমকাল

নওগাঁ সংবাদদাতা

প্রকাশ: ২১ নভেম্বর ২০২৩ | ০২:১৬

নওগাঁয় ছিনতাইকারীদের ছুরিকাঘাতে মামুনুর রশিদ (৩২) নামে এক সেলসম্যান নিহত হয়েছেন। সোমবার সন্ধ্যা ৭টার দিকে সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে বিকেল সাড়ে ৪টার দিকে সদর উপজেলার বক্তারপুর-চাকলা রাস্তায় এই ঘটনা ঘটে।

নিহত মামুনুর রশিদ সদর উপজেলার দুবলহাটি ইউনিয়নের ফতেপুর গ্রামের আবুল কালামের ছেলে। তিনি একটি প্রতিষ্ঠানে সেলসম্যান হিসেবে চাকরি করতেন।

জানা যায়, সকালে মামুনুর রশিদ ব্যাটারিচালিত অটোরিকশায় করে বিভিন্ন পণ্য ডেলিভারি দিতে বদলগাছী উপজেলার উদ্দেশ্য বের হয়ে যান। বিকেলে পণ্য ডেলিভারি শেষে নওগাঁ শহরে ফিরছিলেন। এ সময় ঘটনাস্থলে পৌঁছালে কয়েকজন মোটরসাইকেল নিয়ে পথরোধ করে তার কাছে থাকা টাকা চাইলে তিনি দিতে রাজি না হলে এক পর্যায়ে ছিনতাইকারীরা তার শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাত করে টাকা নিয়ে পালিয়ে যায়। এসময় তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে তাকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করলে সন্ধ্যা ৭টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নওগাঁর ব্যবসায়ী আব্দুল জলিল বলেন, মামুন সেলসম্যান হিসেবে কাজ করত। প্রতিদিনের মতো সোমবার সকালে পণ্যবাহী গাড়ি নিয়ে বদলগাছীর উপজেলায় পণ্য নিয়ে যায়। পণ্য ডেলিভারি শেষে ফেরার সময় বক্তারপুর এলাকায় বেশ কয়েক তাকে ছুরি মেরে তার কাছে টাকা নিয়ে পালিয়ে যায়। পরে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা ৭টার দিকে তিনি মারা যান।

নওগাঁ সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. রাকিব হোসেন বলেন, গুরুতর আহত অবস্থায় মামুনুর রশীদকে সন্ধ্যা ৬টার দিকে হাসপাতালে নিয়ে আসা হয়। এসময় তার শরীরের বিভিন্ন স্থানে ৬টি আঘাতের চিহ্ন পাওয়া গেছে। বুকের আঘাত বেশি গুরুতর হওয়ায় এবং ফুসফুসে বেশি ক্ষতিগ্রস্ত হওয়ায় সন্ধ্যা ৭টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

নওগাঁ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়সাল বিন আহসান বলেন, ঘটনাটি জানার পর আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। কারা এ ঘটনার সঙ্গে জড়িত সে বিষয়ে তদন্ত শুরু করা হয়েছে। আশা করি দ্রুত তাদের গ্রেপ্তার করা সম্ভব হবে।

আরও পড়ুন