ঢাকা শনিবার, ০২ ডিসেম্বর ২০২৩

ব্যারিস্টার আমীর মনোনয়ন ফরম কিনে আলোচনায়

ব্যারিস্টার আমীর মনোনয়ন ফরম কিনে আলোচনায়

ব্যারিস্টার আমীর

 কুষ্টিয়া প্রতিনিধি

প্রকাশ: ২১ নভেম্বর ২০২৩ | ০০:১০

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া-৩ (সদর) আসন থেকে আওয়ামী লীগের হয়ে নির্বাচনে অংশ নিতে চান সংবিধান প্রণয়ন কমিটির অন্যতম সদস্য প্রবীণ আইনজীবী আমীর-উল ইসলাম। ইতোমধ্যে তাঁর পক্ষে মনোনয়ন ফরম কেনা হয়েছে। কুষ্টিয়া-৩ সদর আসনের বর্তমান সংসদ সদস্য আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মাহবুবউল-আলম হানিফ। তাঁর আসনে মনোনয়ন ফরম কেনার পর দীর্ঘদিন রাজনীতির বাইরে থাকা আমীর-উল ইসলাম এখন নতুন করে আলোচনায়।

এদিকে, তাঁর মেয়ে ব্যারিস্টার তানিয়া আমীর কুষ্টিয়া-৪ আসন থেকে নির্বাচন করতে চান। তিনিও আওয়ামী লীগের হয়ে নির্বাচনে অংশ নিতে মনোনয়ন ফরম কিনেছেন। 
২০০১ সালে আওয়ামী লীগের মনোনয়ন পান ব্যারিস্টার আমীর-উল ইসলাম। তবে সেই নির্বাচনে বিএনপি প্রার্থীর কাছে তিনি পরাজিত হন। এর পর ২০০৮ সালে দলীয় মনোনয়ন চেয়েও পাননি। পরে দলীয় পদও হারান আমীর-উল ইসলাম। ২০০৬ সালে তিনি দলীয় মনোনয়ন পান। তবে সে বছর আর নির্বাচন হয়নি। ২০১৪ ও ২০১৮ সালে সদর আসনের এমপি নির্বাচিত হন মাহবুবউল-আলম হানিফ। এ সময় ব্যারিস্টার আমীর রাজনীতি থেকে দূরে ছিলেন। নিজ এলাকায় গেলেও রাজনৈতিক কোনো কর্মকাণ্ডে তাঁকে দেখা যায়নি। তবে তাঁর একটি বলয় এখনও সদরের রাজনীতিতে আছে। 

ব্যারিস্টার আমীরের ঘনিষ্ঠ কয়েকজন নেতা বলেন, গত রোববার তিনি ও তাঁর মেয়ে মনোনয়ন ফরম কেনেন। দীর্ঘদিন রাজনীতির মাঠের বাইরে থাকলেও আমীর-উল ইসলাম দলীয় কোনো সংকেতে ফরম কিনেছেন। মনোনয়ন ফরম কেনার বিষয়ে কথা বলার জন্য ব্যারিস্টার আমীরের সঙ্গে যোগাযোগ করা যায়নি। তাঁর মেয়ে ব্যারিস্টার তানিয়া বলেন, ‘বিষয়টি নিয়ে পরে কথা বলব।’
জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও খুলনা বিভাগীয় মনোনয়নপত্র বিক্রির দায়িত্বপ্রাপ্ত শেখ মেহেদী হাসান তাঁদের মনোনয়ন ফরম কেনার বিষয়টি নিশ্চিত করেছেন। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজগর আলী বলেন, ‘এই আসনে নির্বাচনের জন্য এখন পর্যন্ত আমি, মাহবুবউল-আলম হানিফ, আমীর-উল ইসলামসহ ছয়জন আওয়ামী লীগের ফরম কিনেছি। তবে উনি (আমীর-উল ইসলাম) ফরম কিনলেও দল বিষয়টি জানে না।’

আরও পড়ুন