ঢাকা মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪

করোনার চতুর্থ ঢেউয়ের জন্য দায়ী দুই সাব-ভ্যারিয়েন্ট

করোনার চতুর্থ ঢেউয়ের জন্য দায়ী দুই সাব-ভ্যারিয়েন্ট

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৫ জুলাই ২০২২ | ১২:০০ | আপডেট: ০৬ জুলাই ২০২২ | ০০:৪৯

জুনের শুরু থেকেই করোনা সংক্রমণ ধারাবাহিকভাবে বাড়ছে। এ জন্য দায়ী দেশে নতুন শনাক্ত হওয়া ওমিক্রনের দুই সাব ভ্যারিয়েন্ট 'বিএ.৪' এবং 'বিএ.৫'। আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্রের (আইসিডিডিআর,বি) গবেষণায় এটি জানা গেছে। গতকাল মঙ্গলবার আইসিডিডিআর,বির ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করা হয়।

আইসিডিডিআর.বি বলছে, সাব-ভ্যারিয়েন্ট দুটি আগের ভ্যারিয়েন্টগুলোর তুলনায় দ্রুতগতিতে ছড়াচ্ছে। এতে করোনার চতুর্থ ঢেউ শুরু হয়েছে। নতুন সাব-ভ্যারিয়েন্টগুলো আগেরগুলোর তুলনায় কম মৃত্যু ঘটায়। গবেষণায় ৪০ জন 'বিএ.৫' সংক্রমিত রোগীর ক্লিনিক্যাল ডাটা এবং টিকাদানের ইতিহাস পর্যবেক্ষণ করা হয়েছে। সংক্রমিতদের মধ্যে ১৬ জন পুরুষ ও ২৪ জন নারী। ৩৯ জনের মধ্যে করোনার মৃদু উপসর্গ দেখা গেছে এবং একজনের মধ্যে কোনো উপসর্গ দেখা দেয়নি। একজনকে হাসপাতালে ভর্তি হতে হয়েছিল। তাঁদের মধ্যে ১১ জন দ্বিতীয়বারের মতো এবং সাতজন তৃতীয়বারের মতো আক্রান্ত হয়েছিলেন। আক্রান্ত ৩৮ জন করোনার অন্তত এক ডোজ টিকা নিয়েছেন। ১৬ জন নিয়েছেন বুস্টার ডোজ।

আরও পড়ুন

×