- ভ্রমণ
- ফরিদপুর মহিলা আওয়ামী লীগের আনন্দ র্যালি
ফরিদপুর মহিলা আওয়ামী লীগের আনন্দ র্যালি

ফরিদপুর জেলা মহিলা আওয়ামী লীগের আনন্দ র্যালি- সমকাল
ফরিদপুর জেলা মহিলা আওয়ামী লীগের ৫১ সদস্যের নতুন কমিটি ঘোষণায় আনন্দ র্যালি করেছেন নবগঠিত কমিটির নেতারা। সোমবার বিকেলে শহরের থানা মোড় আওয়ামী লীগ কার্যালয়ের সামনে থেকে র্যালিটি বের করা হয়। জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি মাহমুদা বেগম ও সাধারণ সম্পাদক সৈয়দা নুসরাত রাসুল তানিয়ার নেতৃত্বে র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে প্রেসক্লাবে গিয়ে শেষ হয়।
পরে প্রেসক্লাব চত্বরে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় বক্তারা কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা সাফিয়া খাতুন ও সাধারণ সম্পাদক মাহমুদা বেগমকে ধন্যবাদ জানান।
এ সময় উপস্থিত ছিলেন জেলা মহিলা আওয়ামী লীগের সহসভাপতি লুৎফুন নাহার কাকলী, আফরোজা সুলতানা টুটু, সবিতা বৈরাগী, নাহার জুবায়ের কনা, বিলকিস বানু, হাসিনা খান পরী প্রমুখ।
উল্লেখ্য, গত ২৮ ডিসেম্বর ফরিদপুর জেলা মহিলা আওয়ামী লীগের নতুন এই কমিটি অনুমোদন হয়।
মন্তব্য করুন