প্রকাশ: ২৩ মে ২০২০
তারিক হাসান
কোথায় পড়াশোনা
কোথায় পড়াশোনা করবেন, তা ঠিক করার আগে চারটি বিষয় মাথায় রাখুন।
ষ আপনি দেশে কীভাবে পড়াশোনা করেছেন এবং বিদেশের উচ্চশিক্ষার মাধ্যমে আপনি কী চান?
ষ আপনার পছন্দের বিষয় অথবা গবেষণার বিষয়।
ষ আপনার পছন্দ অনুযায়ী বেশকিছু ইউনিভার্সিটির প্রোফাইল।
ষ আপনার ব্যক্তিগত লক্ষ্য, কোর্স খরচ এবং ভর্তির যোগ্যতা।
এ চারটি বিষয় নিয়ে ভাবলে কোথায় পড়াশোনা আপনার জন্য ভালো হবে তার ধারণা পেয়ে যাবেন। এ ধারণা কাজে লাগিয়ে পরবর্তী ধাপের দিকে এগিয়ে যেতে পারেন।
সুযোগ-সুবিধা আবাসন ও খরচ
টিউশন ফি বিশ্ববিদ্যালয়ের ওপর নির্ভর করে। কোথায় পড়াশোনা করবেন, তার জন্য যে দেশ অথবা এলাকার সুযোগ-সুবিধা, আবাসন ও খরচের বিষয়টি লক্ষ্য রাখতে হবে। যেমন জাপানে পার্টটাইম জবের বেশ সুযোগ রয়েছে, যারা জাপান সরকারের বৃত্তি পেয়ে পড়াশোনা করতে যান, তাদের টিউশন ফি দিতে হয় না। সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে গ্র্যাজুয়েট পর্যায়ে (মাস্টার্স, ডক্টরেট) আর্থিক সাহায্য পাওয়ার সুযোগ রয়েছে। অস্ট্রেলিয়ার ক্যানবেরা থেকে সিডনিতে আবাসন খরচ বেশি। এ রকম অনেক খুঁটিনাটি বিষয়কে ঘিরেই এলাকা নির্ধারণ করতে হবে। পড়াশোনার পাশাপাশি পার্টটাইম জব করার সুযোগ থাকে শিক্ষার্থীদের। তবে এ ক্ষেত্রে কর্তৃপক্ষের অনুমতি প্রয়োজন হয়। নির্দিষ্ট সময়ের বেশি চাকরির ক্ষেত্রে সময় দিলে শিক্ষার্থীদের পড়াশোনায় ক্ষতি হওয়ার আশঙ্কা থাকে। তাই এসব দিক বিবেচনা করে শিক্ষার্থীদের বিদেশে উচ্চশিক্ষার ক্ষেত্রে সিদ্ধান্ত নেওয়া উচিত।