- আন্তর্জাতিক
- প্রতিদিন গড়ে প্রায় ৩১ লাখ মানুষের করোনা শনাক্ত
আন্তর্জাতিক
প্রতিদিন গড়ে প্রায় ৩১ লাখ মানুষের করোনা শনাক্ত
এএফপির হিসাব অনুযায়ী, ১৩ থেকে ১৯ জানুয়ারি পর্যন্ত বিশ্বে এক সপ্তাহে প্রতিদিন গড়ে ৩০ লাখ ৯৫ হাজার ৯৭১ জন রোগীর করোনা শনাক্ত হয়েছে। এই সংখ্যা আগের সপ্তাহের তুলনায় ১৭ শতাংশ বেশি। গত বছরের নভেম্বরে দক্ষিণ আফ্রিকা ও বতসোয়ানায় প্রথম ওমিক্রন শনাক্ত হয়। এর পর থেকে বিশ্বজুড়ে করোনার সংক্রমণ বেড়েছে পাঁচ গুণের বেশি। ওমিক্রনের আগে গত বছরের এপ্রিলে প্রতিদিন গড়ে সর্বোচ্চ আট লাখ মানুষের করোনা শনাক্ত হয়।
বিজ্ঞানীরা জানিয়েছিলেন, করোনার ডেলটা ধরনের চেয়ে ওমিক্রনে মৃত্যু ও হাসপাতালে ভর্তির ঝুঁকি তুলনামূলক কম। তারপরও গত এক সপ্তাহে করোনায় আক্রান্ত হয়ে প্রতিদিন গড়ে সাত হাজার ৫২২ জনের মৃত্যু হয়েছে। আগের সপ্তাহের তুলনায় এই সংখ্যা ১১ শতাংশ বেশি। এদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, করোনা মহামারি শিগগিরই শেষ হচ্ছে না।
বিষয় : করোনা শনাক্ত
মন্তব্য করুন