- আন্তর্জাতিক
- এমন অভাগা জন্মদাতা আর নইে, যনিি কোন এক ছাত্রলীগরে পতিা!!
আন্তর্জাতিক
এমন অভাগা জন্মদাতা আর নইে, যনিি কোন এক ছাত্রলীগরে পতিা!!
প্রকাশ: ১০ অক্টোবর ২০১৯
সমকাল ডেস্ক
প্রতিষ্ঠানটির বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম বলছে, চুক্তিহীন ব্রেক্সিট হলে ব্রিটেনের দেনার পরিমাণ বেড়ে যাবে ১০০ বিলিয়ন পাউন্ডের মতো। সব মিলে মোট ঋণের পরিমাণ গিয়ে দাঁড়াবে দেশের জাতীয় আয়ের ৯০ শতাংশের কাছে। অর্থাৎ জাতীয় আয়ের প্রায় সমান হয়ে যাবে ঋণের পরিমাণ।
আইএফএসের পূর্বাভাস, সামনের অর্থবছরে দেশটির দেনার পরিমাণ বাড়বে ৫০ বিলিয়ন পাউন্ড, যা জাতীয় আয়ের দুই দশমিক তিন শতাংশ। যদিও এখনকার নিয়ম অনুযায়ী, জাতীয় আয়ের দুই শতাংশ পরিমাণ অর্থ ধার করতে পারে ব্রিটিশ সরকার।