- আন্তর্জাতিক
- জাকির নায়েককে গ্রেফতারে ইন্টারপোলের দ্বারস্থ হচ্ছে ভারত
আন্তর্জাতিক
জাকির নায়েককে গ্রেফতারে ইন্টারপোলের দ্বারস্থ হচ্ছে ভারত
প্রকাশ: ২৩ আগস্ট ২০১৯
সমকাল ডেস্ক
নতুন তদন্ত ও প্রমাণের ভিত্তিতে ইডি দ্রুতই রেড নোটিশের জন্য পদক্ষেপ নিতে যাচ্ছে। এ বছর মে মাসে জাকির নায়েকের বিরুদ্ধে সরাসরি চার্জশিট দাখিল করা হয়েছে। চার্জশিটে তার বিরুদ্ধে ১৯৩ কোটি রুপি ও তরুণ মুসলিমদের সন্ত্রাসবাদে উস্কে দেওয়ার অভিযোগ আনা হয়েছে। জুন মাসে এক বিবৃতিতে এসব অভিযোগ অস্বীকার করেছেন তিনি।
এর আগে ভারতের ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সির (এনআইএ) অনুরোধে প্রত্যাখ্যান করেছে ইন্টারপোল। জাকির নায়েকের বিরুদ্ধে কোনো চার্জশিট দাখিল না করায় এই সিদ্ধান্ত নেয় ইন্টারপোল।