লালপুর (নাটোর) প্রতিনিধি |
লালপুর (নাটোর) প্রতিনিধি
প্রকাশ: ২১ জানুয়ারি ২২ । ০০:০০
প্রকাশ: ২১ জানুয়ারি ২২ । ০০:০০গত বুধবার র্যাব-৫, সিপিসি-২ নাটোর ক্যাম্পের একটি দল রামকৃষ্ণপুর গ্রামের ভেল্লাবাড়িয়া মাজারের সামনে অভিযান চালিয়ে তাদের আটক করে।
নাটোর র্যাব ক্যাম্পের একটি সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দীর্ঘদিন ধরে লালপুর উপজেলায় একটি চক্র ইমো হ্যাক করে বিকাশের মাধ্যমে প্রতারণাপূর্বক অর্থ হাতিয়ে নিয়ে আসছিল। বুধবার রাতে র্যাবের একটি দল অভিযান চালিয়ে ওই চক্রের চার সদস্যকে আটক করে। এ সময় তাদের কাছ থেকে সাতটি মোবাইল ও ১২টি সিমকার্ড জব্দ করা হয়। তাদের বিরুদ্ধে লালপুর থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা করা হয়।
বিষয় : প্রতারক চক্রের
মন্তব্য করুন