পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল বৃহস্পতিবার উপজেলার কালুপাড়া গ্রামের নিজ ঘর থেকে অন্তর চন্দ্র সরকারের স্ত্রী সুজাতা রানীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।
এদিকে, ঋষিঘাট গ্রামের আব্দুল হাকিমের স্ত্রী খোতেজা বেগমকে বিষপানে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পারিবারিক কারণে তিনি বিষপানে আত্মহত্যা করেছেন বলে জানা গেছে।
ঘোড়াঘাট থানার ওসি আবু হাসান কবির বলেন, দুটি ঘটনায় পৃথক অপমৃত্যু মামলা করা হয়েছে।
বিষয় : মরদেহ উদ্ধার
মন্তব্য করুন