- উপকণ্ঠ
- ৪ শিশুসন্তান নিয়ে দুর্বিষহ জীবনযাপন বিধবার
উপকণ্ঠ
৪ শিশুসন্তান নিয়ে দুর্বিষহ জীবনযাপন বিধবার
টঙ্গিবাড়ী
বিধবা রুবিনা বেগম জানান, পদ্মার তাণ্ডবে টঙ্গিবাড়ী উপজেলার গারুরগাঁও গ্রামের দিনমজুর স্বামীর বসতভিটা নদীতে বিলীন হয়ে যায়। এরপর রুবিনা দম্পত্তি হাসাইল গ্রামে জমি ভাড়া নিয়ে বসতি স্থাপন করে দিনমজুর স্বামীকে নিয়ে সুখেই কাটাচ্ছিলেন শিশুসন্তানদের নিয়ে।
গত বছরের ঈদুল আজহার দিনে দিনমজুর স্বামী আব্দুল বেপারী হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। স্বামীকে হারিয়ে চরম বিপাকে পড়ে যান রুবিনা বেগম। আর্থিক সংকটে পড়ে ১২ বছরের হৃদয়, ১০ বছরের মেয়ে রিয়া মণি, সাত বছরের ছেলে রমজান ও চার বছরের ছেলে রাব্বিকে নিয়ে সংসার চালাতে বিপাকে পড়েন রুবিনা।
বিধবা রুবিনা বেগম বলেন, হাসাইল-বানারী ইউপি চেয়ারম্যান আনোয়ার হাওলাদার ও ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আফজাল মেলকারের কাছে বহুবার গিয়ে পেয়েছি মাত্র পাঁচ কেজি চাল। এ ছাড়া আর কোনো সহযোগিতা করেননি তারা। অথচ হাসাইল গ্রামে ইউপি সদস্য আফজাল মেলকারের বাড়ির পাশেই একটি ভাঙা ঘরে বসবাস করেন তিনি। তার অভাব-অনটনের সংসারে খবরের কথা ইউপি সদস্য আফজাল মেলকার জানলেও কোনো উদ্যোগ নেই।
জানতে চাইলে হাসাইল-বানারী ইউপি চেয়ারম্যান আনোয়ার হাওলাদার জানান, রুবিনা হাসাইল গ্রামে বসবাস করলেও তিনি পার্শ্ববর্তী পাঁচগাঁও ইউনিয়নের ভোটার। তবু তাকে গত বছর ১০-১৫ কেজি চাল দিয়েছিলাম। সামনে কোনো ত্রাণসামগ্রী বা অনুদান এলে ফের দেওয়া হবে।
মন্তব্য করুন