- সিলেট বিভাগ
- নজরুলকে জানলে নিজেকে জানা যায়
সিলেট বিভাগ
নজরুল জন্মোৎসবে বক্তারা
নজরুলকে জানলে নিজেকে জানা যায়
প্রকাশ: ০৭ জুলাই ২০১৯
সিলেট ব্যুরো
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ। কামরুল আমীনের সভাপতিত্বে শুভেচ্ছা বক্তব্য দেন সম্মিলিত সাংস্কৃতিক জোট, সিলেটের সভাপতি আমিনুল ইসলাম চৌধুরী লিটন ও সম্মিলিত নাট্য পরিষদ, সিলেটের সভাপতি মিশফাক আহমদ চৌধুরী মিশু। আবৃত্তিশিল্পী ফাতেমা রশীদ সাবার সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন নজরুল পরিষদ, সিলেটের প্রতিষ্ঠাকালীন সদস্য আবদুল কাইয়ুম মুকুল। আলোচনা সভা শেষে বিভিন্ন প্রতিযোগিতার বিচারক ও আয়োজন পরিচালকদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। শনিবার রাতে সমাপনী দিনের আলোচনায় প্রধান অতিথি ছিলেন সিলেটের মেয়র আরিফুল হক চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন সিলেটে নিযুক্ত ভারতের সহকারী হাইকমিশনার এল কৃষ্ণমূর্তি ও এমসি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রধান অধ্যাপক শামীমা চৌধুরী।