- খেলাধুলা
- দেশি-বিদেশি কোচের 'তিন' টক্কর
খেলাধুলা
দেশি-বিদেশি কোচের 'তিন' টক্কর
ছয় কোচের মধ্যে বিপিএলে সফল হয়েছেন মোহাম্মদ সালাউদ্দিন ও খালেদ মাহমুদ সুজন। সালাউদ্দিন দু-দু'বার চ্যাম্পিয়ন ট্রফিটা জিতেছেন

ছয় কোচের মধ্যে বিপিএলে এরই মধ্যে সফল হয়েছেন মোহাম্মদ সালাউদ্দিন ও খালেদ মাহমুদ সুজন। সালাউদ্দিন তো একবার নয় দু-দু'বার চার-ছক্কার এই অঙ্গনে চ্যাম্পিয়ন ট্রফিটা ছুঁয়ে দেখেছেন। ২০১৫ বিপিএলে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের দায়িত্বে ছিলেন তিনি। সেবার যাত্রাতেই বাজিমাত করে কুমিল্লা। ফাইনালে বরিশাল বুলসকে হারিয়ে নিজেদের প্রথম ট্রফিটা ঘরে তোলে। এরপর ২০১৯ সালেও সালাউদ্দিনের ওপর আস্থা রাখে কুমিল্লা। ওই বছরও তারা চ্যাম্পিয়ন হয়। ঢাকা ডায়নামাইটসকে হারিয়ে তারা দ্বিতীয় শিরোপা জেতে। সফলতার দেখা পান আরেক বাংলাদেশি খালেদ মাহমুদ সুজনও। ২০১৬ সালে তারকাসমৃদ্ধ দল গড়ে ঢাকা ডায়নামাইটস। আগের আসরে ফাইনাল অবধি গিয়েও শিরোপা হাতছাড়া হওয়ার তিক্ততা ভুলে নতুন উদ্যমে শুরু হয় তাদের যাত্রা। যে যাত্রার পেছনের কারিগর হিসেবে দায়িত্ব দেওয়া হয় খালেদ মাহমুদকে। হতাশ হতে হয়নি ঢাকার দর্শকদের। তার সুনিপুণ কোচিং আর দলের ক্রিকেটারদের পারফরম্যান্সে ভর করে সেবার শিরোপা জিতে নেয় ঢাকা ডায়নামাইটস।
এই তো গেল দেশিদের অর্জনের ঝুলি নিয়ে কথা। বিদেশি কোচদের প্রসঙ্গ টানলে সবার আগে ইয়ান পন্টের নামটা নিতে হবে। বিপিএলের প্রথম দুই আসরে চমক দেখিয়েছিল তার দল ঢাকা গ্ল্যাডিয়েটরস। ২০১২ সালে প্রথম শুরু হওয়া বিপিএলে শক্তিশালী দলই গড়ে ঢাকা। আর তাদের আশা বিফলে যায়নি। ইংলিশ কোচ ইয়ান পন্টের নিখুঁত কোচিংয়ে ধরা দেয় আরাধ্যের ট্রফি। ফাইনালে বরিশাল বার্নার্সকে হারিয়ে প্রথম শিরোপা ঘরে তোলে ঢাকা। পরের বছরও ছিল ঢাকা গ্ল্যাডিয়েটরসের আধিপত্য। সেবারও কোচ ইয়ান পন্ট। দলটির মালিক আর সমর্থকদের স্বপ্নপূরণ হয় আরেকবার। টানা দ্বিতীয় ট্রফির দেখা পায় গ্ল্যাডিয়েটরস। ২০১৭ সালে আরেক ভিনদেশি টম মুডির রংপুর রাইডার্সও সবাইকে চমকে দিয়ে বিপিএলে চ্যাম্পিয়ন হয়। সর্বশেষ ২০২০ সালে ওয়াইজ শাহ পান রাজশাহী রয়্যালসের কোচের দায়িত্ব। সেবার তার কোচিংয়ে দেশি-বিদেশি ক্রিকেটারদের আত্মবিশ্বাস যেন আকাশে চাপে। শেষ পর্যন্ত ট্রফিও জেতে রাজশাহী। এবারও দেশি বনাম বিদেশি কোচের ভিন্ন এক লড়াই দেখার অপেক্ষা। ছয় দলের মাঠের ক্রিকেটযুদ্ধের সমাপ্তি হবে ১৯ ফেব্রুয়ারি শিরোপা ফয়সালার মধ্য দিয়ে। সেদিনই মিলে যাবে উত্তর- এবার দেশি কোচের হাতে, নাকি বিদেশি কারও হাতে যায় বিপিএলের ট্রফিটা।
বিষয় : 'তিন' টক্কর
মন্তব্য করুন