প্রথম ওয়ানডেতে ৩১ রানে হারের পেছনে ভারতের মিডল অর্ডারের ব্যর্থতাকে দায়ী করেছেন অধিনায়ক রাহুল। তার মতে, প্রোটিয়া ইনিংসের শুরুতে কয়েকটি উইকেট তুলে নিলেও মাঝের ওভারগুলোতে তার বোলাররা একেবারেই ব্যর্থ ছিলেন। এরপর রান তাড়া করতে নেমে ভালো সূচনার পরও তাদের মিডল অর্ডার কোনো জুটি গড়তে পারেনি। দুই হাফসেঞ্চুরিয়ান শেখর ধাওয়ান ও বিরাট কোহলি সে কথা রাহুলকে বলেছেনও। অনেকে আবার এই ম্যাচে রাহুলের নেতৃত্বের কৌশলগত অনেক ভুল দেখছেন। পাঁচজনের বাইরে বোলার ব্যবহার করেননি তিনি। অথচ মাঝে যখন উইকেট পড়ছিল না, তখন তিনি অনায়াসে ভেঙ্কটেশ আইয়ারকে দিয়ে চেষ্টা করতে পারতেন।
বিষয় : সিরিজ বাঁচাতে
মন্তব্য করুন