৪ উইকেটে ২৫৮ রান করে প্রথম দিন শেষ করেছিল ভারত। উইকেটে ছিলেন শ্রেয়াস ও জাদেজা। গতকাল দ্বিতীয় দিনে শ্রেয়াস সেঞ্চুরি তুলে নিয়েও জাদেজা পারেননি এগোতে। ব্যক্তিগত ৫০ রানের মাথায় টিম সাউদির বলে সরাসরি বোল্ড হন তিনি। এরপর ঋদ্ধিমান সাহা রানের খাতা খুলেই বিদায় নেন। রবিচন্দ্রন অশ্বিন কিছুটা থিতু হলেও বেশিদূর যাওয়া হয়নি তারও। ৫৬ বল মোকাবিলা করে ৩৮ রান করেন এই স্পিন অলরাউন্ডার। শেষদিকে ছিল আসা-যাওয়ার মিছিল।
তবে শ্রেয়াসের ঝলক দেখানোটা ভারতের জন্য প্লাস পয়েন্ট। যে কারণে রানটা তিনশ পেরিয়েছে সহজেই। অথচ হাসপাতাল থেকে বেশিদিন হয়নি তিনি ২২ গজে ফিরেছেন।
বিষয় : কানপুর টেস্ট
মন্তব্য করুন