- খেলাধুলা
- পাকিস্তানকে চার্টার্ড ফ্লাইটে নেবে ইংল্যান্ড
খেলাধুলা
পাকিস্তানকে চার্টার্ড ফ্লাইটে নেবে ইংল্যান্ড
প্রকাশ: ২৩ মে ২০২০
স্পোর্টস ডেস্ক
করোনার কারণে পিছিয়ে যাওয়ার আগে পাকিস্তান দলের ইংল্যান্ড সফর সূচি ছিল ৩০ জুলাই থেকে ২০ সেপ্টেম্বর। পরিবর্তিত পরিস্থিতিতে জুলাইয়ের মাঝামাঝি লন্ডনে পৌঁছাবে পাকিস্তান। প্রথমে কোয়ারেন্টাইনে থাকবে দলটি। ওই সময় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ইংল্যান্ডের ৩ টেস্টের সিরিজ চলমান থাকবে। ক্যারিবীয়দের সফরটি শুরুর কথা ছিল জুনে; এখন জুলাইয়ে শুরু হওয়ায় শেষ হবে আগস্টে। পাকিস্তান দলের তিনটি করে টেস্ট ও টি২০-এর সূচি, তাই নির্ধারিত সময়ের এক-দুই সপ্তাহ পর শুরু হয়ে সেপ্টেম্বরের শেষদিকে সমাপ্ত হবে। করোনার কারণে প্রায় আড়াই মাস ধরে খেলা বন্ধ থাকায় ইংল্যান্ড এখন আটকে থাকা সিরিজের সূচি নিয়ে কাজ করছে। মার্চের দ্বিতীয় সপ্তাহে যখন খেলা বন্ধ হয়ে যায়, তখন শ্রীলঙ্কা সফরে ছিলেন জো রুটরা। দেশ থেকে বার্তা পেয়ে দ্রুতই কলম্বো ছাড়েন তারা। শ্রীলঙ্কার বিপক্ষে তাই অনুশীলন ছাড়া কোনো ম্যাচই খেলা হয়নি। পুনঃসূচিতে শ্রীলঙ্কা সফর থাকলেও অ্যাওয়ে বিধায় আপাতত এ নিয়ে মাথা ঘামাচ্ছে না ইসিবি। আপাতত লক্ষ্য তাদের দেশের মাটিতে খেলা ফেরানো। এ জন্য কাউন্টি ক্রিকেট ও দ্য হান্ড্রেড বাদ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটেই মনোযোগী হয়েছে করোনায় বিপর্যস্ত ইউরোপের দেশটি।