
স্ত্রী ক্যান্ডিসের সঙ্গে ডেভিড ওয়ার্নার; বাবার সঙ্গে বিমর্ষ স্টিভেন স্মিথ (ইনসেটে)- এএফপি
এ তো গেল স্মিথের বাড়ির অবস্থা, ওয়ার্নারের পবিরারেও চলছে সাম্প্রতিক ঘটনা নিয়ে অস্বস্তিকর একটি ব্যাপার। বিশেষ করে ওয়ার্নারের স্ত্রী ক্যান্ডিস মনে করছেন, ওয়ার্নারের এই ঘটনার জন্য তিনিও খানিকটা দায়ী। কেননা দক্ষিণ আফ্রিকায় এবার খেলতে গিয়ে ওয়ার্নারকে তার স্ত্রীকে নিয়ে দর্শক গ্যালারি থেকে কটু কথা শুনতে হয়েছিল। আসলে ক্যান্ডিসের সাবেক প্রেমিক ছিলেন নিউজিল্যান্ড রাগবি দলের খেলোয়াড় সোনি উইলিয়ামসন। এবারে দক্ষিণ আফ্রিকায় গিয়ে যখন প্রোটিয়া উইকেটকিপার ডি ককের সঙ্গে ওয়ার্নারের ঝামেলা শুরু হয়। তার পর থেকেই ওখানকার দর্শক ক্যান্ডিসের পুরনো প্রেমিক উইলিয়ামসনের মুখোশ পরে এসেছিল মাঠে। তারা ওয়ার্নারকে দেখলেই উইলিয়মাসনের কথা বলে তাকে খেপিয়ে তুলত। যা নিয়ে এই সফরে মানসিকভাবে বিধ্বস্ত ছিলেন ওয়ার্নার। রোববার ব্রিটিশ একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ক্যান্ডিস সেটাই বলেছেন- 'মনে হচ্ছে সব দোষ আমার। এটা আমাকে ভেতরে ভেতরে মেরে ফেলছে। ভয়ঙ্কর এক অবস্থার মধ্যে রয়েছে ডেভিড। ওর অনেক কিছু বলার ছিল। কিন্তু কীভাবে বলবে বুঝতে পারছিল না। মানুষ ওকে বুঝতে চাইছে না। দক্ষিণ আফ্রিকায় আমি প্রতিদিন মাঠে যেতাম। কিন্তু ওই মুখোশ পরে আমাকে ব্যঙ্গ করা হতো। আমাকে নিয়ে গান বাঁধা হতো- এগুলো কষ্টকর হলেও সহ্য করতে হতো। এসব ব্যাপারে ডেভিড আমাকে সব সময় সুরক্ষা দিয়ে গেছে। কিন্তু আমি নিজেকে সামলাতে পারতাম না। রোজ হোটেলে ফিরে কাঁদতাম।' আমার মনে হয়, এসব ব্যাপার ডেভিডকে মানসিকভাবে বিক্ষিপ্ত করে তুলেছিল।
মন্তব্য করুন