লালমনিরহাটে শুরু হলো রূপালী ব্যাংক ফার্স্ট ইন্টারন্যাশনাল মহিলা ক্রিকেট টুর্নামেন্ট। প্রথম দিনের দুটি খেলাতেই নেপালকে হারিয়ে বাংলাদেশের লালমনি ও সিলেট দল জয়লাভ করেছে। সোমবার সকাল ১০টায় লালমনিরহাট শেখ কামাল স্টেডিয়ামে আয়োজিত এ টুর্নামেন্টের উদ্বোধন করেন সংসদ সদস্য সফুরা বেগম রুমি এমপি। নেপাল ও বাংলাদেশের নারীদের মোট ৬টি দল নিয়ে এ টুর্নামেন্টকে ঘিরে জেলার ক্রীড়াঙ্গনে যেমন সাড়া পড়েছে তেমনি জেলাজুড়ে শুরু ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। জেলা মহিলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় আয়োজিত এ টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় অংশগ্রহণ করেন নেপালের আর সি ডাবলু ক্লাব বনাম লালমনি সুপারস্টার ক্লাব। লালমনি সুপারস্টার ৪৮ রানে জয়লাভ করে। দ্বিতীয় খেলায় অংশ নেওয়া নেপালের মিলান ক্লাবকে ৫৫ রানে হারিয়েছে সিলেট প্রিন্সেস ক্লাব।

মন্তব্য করুন