প্রকাশ: ২৪ জানুয়ারি ২০২১
নগরীর প্রধান সমস্যাগুলো হলো- জলাবদ্ধতা, নালায় পচা পানি জমে থাকা, তা থেকে জন্মানো মশা এবং ফুটপথ দখল করে দোকান দেওয়া। মাশার কারণে নগরীতে থাকা দুস্কর হয়ে পড়েছে। আর বৃষ্টি হলেই তো চট্টগ্রাম শহর নদী হয়ে যায়, এ চিত্র পাল্টাতে হবে। ফুটপাত দখলমুক্ত হলে খুশি হবো খুব।