- পাঠশালা
- বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি
পাঠশালা
বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি
১. বঙ্গোপসাগর হলো বিশ্বের বৃহত্তম-
উত্তর:উপসাগর।
২. জাতিসংঘের সাধারণ পরিষদের প্রথম সভা কোন শহরে অনুষ্ঠিত হয়?
উত্তর:লন্ডন।
৩. রামসার সম্মেলন কী সংরক্ষণের জন্য বলা হয়েছে?
উত্তর:জলাভূমি।
৪. কোনটির ফ্রিকোয়েন্সি বেশি?
উত্তর:গামা রশ্মি।
৫. কোনটিতে পাতার কিনারায় মুকুল সৃষ্টি হয়ে নতুন উদ্ভিদের জন্ম হয়?
উত্তর:পাথরকুচি।
৬. পৃথিবীর দীর্ঘতম স্থল সীমানা রয়েছে কোন দুটি দেশের মধ্যে?
উত্তর:আমেরিকা ও কানাডা।
৭. কেন্দ্রীয় ব্যাংকের উদ্দেশ্য কী?
উত্তর:মুদ্রার মান নিয়ন্ত্রণ।
৮. বাংলাদেশের জাতীয় স্মৃতিসৌধের স্থপতি কে?
উত্তর:সৈয়দ মইনুল হোসেন।
৯. ভিটামিন বি১-এর রাসায়নিক নাম কী?
উত্তর:থায়ামিন।
১০. মুক্তিযুদ্ধের সময় রাজশাহী শহর কোন সেক্টরের অধীনে ছিল?
উত্তর:৭ নম্বর।
১১. রয়টার্স কোন দেশের সংবাদ সংস্থা?
উত্তর:ইংল্যান্ড।
১২. আমাজন বনের কত শতাংশ ব্রাজিলে অবস্থিত?
উত্তর:৬০।
১৩. কোন প্রণালি ভারত ও শ্রীলঙ্কাকে পৃথক করেছে?
উত্তর:পক।
১৪. মোংলা সমুদ্রবন্দর কোন নদীর তীরে অবস্থিত?
উত্তর:পশুর।
১৫. শীতকালে গাছের পাতা ঝরে না কেন?
উত্তর:অতিরিক্ত প্রস্বেদন এড়ানোর জন্য।
১৬. বাংলাদেশের মধ্য দিয়ে কোন ক্রান্তীয় রেখা অতিক্রম করছে?
উত্তর:কর্কট ক্রান্তি।
মন্তব্য করুন