- পাঠশালা
- দশম শ্রেণির শিক্ষার্থীদের পড়াশোনা
পাঠশালা
দশম শ্রেণির শিক্ষার্থীদের পড়াশোনা
বাংলাদেশ ও বিশ্বপরিচয়

সিনিয়র প্রভাষক
ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজ
ঢাকা
শিক্ষার্থী বন্ধুরা, আজকের পাঠশালায় বাংলাদেশ ও বিশ্বপরিচয় থেকে বহুনির্বাচনী প্রশ্নোত্তরের কিছু নমুনা দেওয়া হলো।
বহুনির্বাচনী প্রশ্নোত্তর
১। কী থেকে অভাবের জন্ম হয়?
ক. বিলাসিতা খ. দুষ্প্রাপ্যতা
গ. মৌলিক প্রয়োজন ঘ. ভোগ
২। মানুষের জীবনে মৌলিক অর্থনৈতিক সমস্যা কোনটি?
ক. অফুরন্ত অভাব খ. অপর্যাপ্ততা
গ. দুষ্প্রাপ্যতা ঘ. বাহ্যিকতা
৩। সরকারি ব্যয়ের প্রধান উদ্দেশ্য কী?
ক. উৎপাদন বৃদ্ধি খ. বিনিয়োগ বৃদ্ধি
গ. আর্থিক নিয়ন্ত্রণ ঘ. জনকল্যাণ সাধন
৪। কোনটি অপ্রত্যাশিত ব্যয়?
ক. পেনশন প্রদান খ. জনপ্রশাসন ব্যয়
গ. বিচারিক ব্যয় ঘ. দুর্যোগ ব্যয়
৫। কোন খাতে সম্প্রতি বাংলাদেশ সরকার ব্যয় বৃদ্ধি করেছে?
ক. শিক্ষা খ. বিচার বিভাগ
গ. পররাষ্ট্র ঘ. জনপ্রশাসন
৬। মারুফ বাংলাদেশ সেনাবাহিনীতে যোগ দিলেন। বাংলাদেশ সরকারের ব্যয়ের কোন খাত থেকে তিনি বেতন ও পেনশন পাবেন?
ক. প্রতিরক্ষা খ. সামরিক
গ. জনপ্রশাসন ঘ. সরকারি আয়-ব্যয়
৭। কোন পদ্ধতিতে ব্যাংক মুনাফা আয় করে?
ক. ঋণগ্রহীতার প্রদেয় সুদ > সঞ্চয়কারীর প্রাপ্ত সুদ
খ. ঋণগ্রহীতার প্রদেয় সুদ < সঞ্চয়কারীর প্রাপ্ত সুদ
গ. ঋণগ্রহীতার প্রদেয় সুদ = সঞ্চয়কারীর প্রাপ্ত সুদ
ঘ. ঋণগ্রহীতার প্রদেয় সুদ + সঞ্চয়কারীর প্রাপ্ত সুদ
৮। কোনটি সামাজিক পরিবর্তনের সূচনা করে?
ক. শিক্ষা খ. সংস্কৃতি
গ. প্রযুক্তি ঘ. শিল্পায়ন
৯। বাংলাদেশ শিপিং করপোরেশন কবে প্রতিষ্ঠা হয়?
ক. ১৯৭২ সালে খ. ১৯৭৪ সালে
গ. ১৯৭৬ সালে ঘ. ১৯৭৮ সালে
১০। শিক্ষা নারীকে যোগ্য করেছে-
র. ঘরের কাজে রর. বাহিরের কাজে
ররর. চাকরির ক্ষেত্রে
নিচের কোনটি সঠিক?
ক. র ও রর খ. রর ও ররর
গ. র ও ররর ঘ. র, রর ও ররর
উত্তর : ১. গ ২. ক ৩. ঘ ৪. ঘ ৫. ক ৬. ক ৭. ক ৮. ক ৯. ক ১০. খ
বহুনির্বাচনী প্রশ্নোত্তর
১। রাষ্ট্রের উদ্ভব হয়েছে কোথা হতে?
ক. ঐক্যবাদী হওয়ার ইচ্ছা থেকে
খ. আর্থিক সামর্থ্য থেকে
গ. রাজনৈতিক দলের সমন্বয়ে
ঘ. ভৌগোলিক কাঠামো থেকে
২। আদিম মানুষ প্রথমে কীভাবে বসবাস করত?
ক. দলভিত্তিক খ. সমাজভিত্তিক
গ. রাষ্ট্রভিত্তিক ঘ. গোত্রভিত্তিক
৩। 'স্বয়ংসম্পূর্ণ জীবনের জন্য কতিপয় পরিবার ও গ্রামের সমন্বয়ে গঠিত সংগঠনই রাষ্ট্র'- কে বলেছেন?
ক. অধ্যাপক গার্নার খ. অধ্যাপক গেটেল
গ. ম্যাকাইভার ঘ. অ্যারিস্টটল
৪। রাষ্ট্রের সবচেয়ে সুস্পষ্ট ও পূর্ণাঙ্গ সংজ্ঞা দিয়েছেন কে?
ক. অ্যারিস্টটল খ. ম্যাকাইভার
গ. গার্নার ঘ. গেটেল
৫। রাষ্ট্রের উৎপত্তির প্রাথমিক কারণ কোনটি?
ক. দুর্যোগ থেকে রক্ষা খ. রাজনীতি চর্চা করা
গ. সকলের সঙ্গে সম্ভাব ঘ. ঐক্যবদ্ধ হওয়ার প্রচেষ্টা
৬। স্যানম্যারিনো রাষ্ট্রের জনসংখ্যা কত?
ক. চৌদ্দ হাজার খ. বিশ হাজার
গ. পঁচিশ হাজার ঘ. ত্রিশ হাজার
৭। রাষ্ট্র গঠনের তৃতীয় অপরিহার্য উপাদান কোনটি?
ক. নির্দিষ্ট ভূখণ্ড খ. সার্বভৌমত্ব
গ. সরকার ঘ. জনসমষ্টি
৮। কার মতে, 'রাষ্ট্র যদি হয় জীবদেহ তবে সরকার হলো এর মস্তিস্কস্বরূপ'?
ক. অ্যারিস্টটল খ. ডাইসি
গ. গার্নার ঘ. টিএইচ গ্রিন
[বাকি অংশ প্রকাশিত হবে আগামীকাল
মন্তব্য করুন