
আবু সালেহ মো. সায়েম
প্রভাষক, কম্পিউটার বিজ্ঞান বিভাগ
বীরশ্রেষ্ঠ মুন্সী আবদুর রউফ পাবলিক কলেজ, ঢাকা
শিক্ষার্থী বন্ধুরা, আজকের পাঠশালায় তোমাদের জন্য থাকছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা। প্রথমে নিজেরা চেষ্টা করবে।
(গত আলোচনার পর থেকে)
বহুনির্বাচনী প্রশ্নোত্তর :
অনুচ্ছেদটি পড় এবং ১৫ ও ১৬ নম্বর প্রশ্নের উত্তর দাও :
রনিকে তার বাবা একটি ডিজিটাল ক্যামেরা কিনে দিলেন। এতে ছবি তোলার পাশাপাশি ভিডিও করার সুবিধাও আছে।
১৫। রনি ক্যামেরার সাহায্যে কোন ধরনের ডিজিটাল কনটেন্ট তৈরি করতে পারবে?
ক) ছবি, শব্দ ও ভিডিও
খ) অ্যানিমেশন
গ) লিখিত কনটেন্ট ঘ) টেক্সট
১৬। রনি তার ডিজিটাল ক্যামেরাটি ব্যবহার করে ছবি তোলে
ক) কোনো মজাদার দৃশ্যের ছবি তুলতে পারবে না।
খ) বিভিন্ন সামাজিক মাধ্যমে পোস্ট করতে পারবে।
গ) কোনো সামাজিক অনুষ্ঠানে ভিডিও করতে পারবে না।
ঘ) কোনো মোবাইলে পোস্ট করতে পারবে না।
১৭। আমাজন ডটকম কী?
ক) ই-বুক রিডার
খ) ইলেকট্রনিক ডিভাইস
গ) ওয়েবসাইট ঘ) সফটওয়্যার
১৮। অঙ্কনকরণ কোন ধরনের কনটেন্ট?
ক) টেক্স খ) ছবি
গ) ভিডিও শব্দ ঘ) অ্যানিমেশন
১৯। 'আকাশ' কী?
ক) অ্যানিমেশন সফটওয়্যার
খ) ট্যাবলেট পিসি
গ) মাল্টিমিডিয়া সফটওয়্যার
ঘ) কোনোটিই নয়
২০। ইন্টারনেট লিঙ্ক থেকে লিঙ্কে গমনকে কী বলে?
ক) লগইন খ) নেভিগেশন
গ) ব্রাউজিং ঘ) লগঅন
২১। ই-বুক হলো-
i. মুদ্রিত বইয়ের ইলেকট্রনিক রূপ
ii. যে বই ইন্টারনেটে পড়া যায়
iii. অডিও-ভিডিও অ্যানিমেশন
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i, iiও iii
২২। তথ্য ও যোগাযোগ প্রযুক্তির প্রধান উপকরণ কোনটি?
ক) কম্পিউটার খ) মোবাইল
গ) টেলিফোন ঘ) ইন্টারনেট
২৩। ই-বুকে পাঠকের নিজের নোট কোন ফরম্যাটে প্রকাশিত হয়?
ক) PDF খ) MS Word Format
গ) Adobe Reader
ঘ) EPDB
উত্তর : ১. ঘ ২. খ ৩. ঘ ৪. গ ৫. গ ৬. ঘ ৭. ক ৮. ঘ ৯. ক ১০. খ ১১. খ ১২. খ ১৩. ক ১৪. গ ১৫. ক ১৬. খ ১৭. ক ১৮. খ ১৯. খ ২০. খ ২১. ঘ ২২. ক ২৩. ঘ
মন্তব্য করুন