মো. মাসুদ খান
সহকারী শিক্ষক
মেট্রোপলিটন ক্রিয়েটিভ স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা
প্রিয় শিক্ষার্থীরা, শুভেচ্ছা রইল। আজকের পাঠশালায় তোমাদের জন্য জীববিজ্ঞান থেকে প্রশ্ন নিয়ে আলোচনা করা হলো। প্রথমে নিজেরা চেষ্টা করবে, পরে সঠিক উত্তরের সঙ্গে মিলিয়ে নেবে।
(গত আলোচনার পর থেকে)
বহুনির্বাচনী প্রশ্ন
অধ্যায় :জীবন পাঠ
২৩। সর্বপ্রথম গণ ও প্রজাতির সংজ্ঞা প্রদান করেন কোন বিজ্ঞানী?
ক) হুইটকার খ) অ্যারিস্টটল
গ) লিনিয়াস ঘ) মারগুলিস
২৪। শ্রেণিবিন্যাসের ধাপগুলোর সঠিক ক্রমটি হলো-
ক) পর্ব শ্রেণি বর্গ গোত্র
খ) পর্ব বর্গ শ্রেণি গোত্র
গ) পর্ব গোত্র শ্রেণি বর্গ
ঘ) পর্ব বর্গ গোত্র শ্রেণি
২৫। Apis indicaবৈজ্ঞানিক নামটি হলো-
ক) মাছির খ) মশার
গ) মৌমাছির ঘ) তেলাপোকার
২৬। নিচের কোনটি ফলিত জীববিজ্ঞানের উদ্দেশ্য?
ক) কোষের গঠন ও কাজ নিয়ে আলোচনা করা
খ) ভ্রূণের বিকাশ সম্পর্কে আলোচনা করা
গ) রোগ নির্ণয় ও চিকিৎসা সম্পর্কিত আলোচনা করা
ঘ) অপরিচিত জীবকে শনাক্ত করা
২৭। জীববিজ্ঞানের কোন শাখায় কীটপতঙ্গ নিয়ে আলোচনা করা হয়?
ক) অ্যান্টোমোলজি
খ) ইকোলজি
গ) অ্যান্ডোক্রাইনোলজি
ঘ) মাইক্রোবায়োলজি
২৮। আজ পর্যন্ত কতগুলো প্রাণী প্রজাতির নামকরণ হয়েছে?
ক) ৪ লাখ খ) ১০ লাখ
গ) ১৭ লাখ ঘ) ১ কোটি
২৯। লিনিয়াস কোন বিষয়ে আপসালা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন?
ক) শারীরবিদ্যা খ) অ্যানাটমি
গ) প্রাণরসায়ন ঘ) মেডিসিন
৩০। লিনিয়াস-
র. শ্রেণিবিন্যাসের জনক
রর. বিভিন্ন ধরনের ফুল সংগ্রহ করেন
ররর. প্রাণীদের শ্রেণিবিভাগ করেন
নিচের কোনটি সঠিক?
ক) র ও রর খ) র ও ররর
গ) রর ও ররর ঘ) র, রর ও ররর
৩১। জীবজগৎ সম্পর্কে সহজ ও সুশৃঙ্খলভাবে জানতে সাহায্য করে কোনটি?
ক) Taxonomy খ) Physiology
গ) Entomology ঘ) Genetics
৩২। Nostoc-এ কোন ধরনের কোষবিভাজন দেখা যায়?
ক) অ্যামাইটোসিস খ) মাইটোসিস
গ) মিয়োসিস ঘ) ইন্টারকাইনেসিস
উত্তর : ১. খ ২. ঘ ৩. খ ৪. গ ৫. ক ৬. ক ৭. খ ৮. ঘ ৯. ক ১০. ক ১১. খ ১২. গ ১৩. ঘ ১৪. ক ১৫. খ ১৬. গ ১৭. খ ১৮. ক ১৯. ক ২০. খ ২১. ঘ ২২. ঘ ২৩. গ ২৪. ক ২৫. গ ২৬. গ ২৭. ক ২৮. ক ২৯. খ ৩০. ঘ ৩১. ক ৩২.ক
প্রকাশ: ৩০ ডিসেম্বর ১৯ । ০০:০০
প্রকাশ: ৩০ ডিসেম্বর ১৯ । ০০:০০
মন্তব্য করুন