- পাঠশালা
- ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা
পাঠশালা
এইচএসসি শিক্ষার্থীদের পড়াশোনা
ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা
সহকারী অধ্যাপক
উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়
ঢাকা
শিক্ষার্থী বন্ধুরা, আজকের পাঠশালায় তোমাদের জন্য থাকছে ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা। প্রথমে নিজেরা চেষ্টা করবে, পরে সঠিক উত্তরের সঙ্গে মিলিয়ে নেবে।
বহুনির্বাচনী নমুনা প্রশ্ন ও উত্তর
৭। কোন ধরনের পত্র পাওয়ার পর পাবলিক লিমিটেড কোম্পানি কাজ শুরু করতে পারে?
(ক) প্রত্যয়ন পত্র (খ) নিবন্ধন পত্র
(গ) কার্যারম্ভের অনুমতিপত্র (ঘ) বিবরণ পত্র
সঠিক উত্তর :গ
৮। কোন জাতীয় প্রতিষ্ঠানে অংশীদারিত্বের ভিত্তিতে তহবিল গঠিত হয়?
(ক) সরকারি-বেসরকারি অংশীদারিত্ব ভিত্তিক ব্যবসায়
(খ) জাতীয়-অংশীদারিত্ব ভিত্তিক ব্যবসায়
(গ) কোম্পানি ব্যবসায় (ঘ) রাষ্ট্রীয় ব্যবসায়
সঠিক উত্তর :ক
৯। ব্যবসায় শুরু করার আগে সংশ্নিষ্ট কর্তৃপক্ষের-
র. অনুমোদন তিনে হয় রর. নিবন্ধন করতে হয়
ররর. বুদ্ধি নিতে হয়
নিচের কোনটি সঠিক?
(ক) র ও রর (খ) র ও ররর
(গ) রর ও ররর (ঘ) র, রর ও ররর
সঠিক উত্তর : ক
১০। আওতা বিচারে কোনটি বড়?
(ক) ই-রিটেইলিং (খ) ই-মার্কেটিং
(গ) ই-কমার্স (ঘ) ই-বিজনেস
সঠিক উত্তর : ঘ
নিচের অনুচ্ছেদটি পড়ে ১১ ও ১২ নং প্রশ্নের উত্তর দাও:
কুমিল্লার নিমসারের সবজি চাষিরা একটি সমবায় সমিতি গড়ে তুলেছেন। তারা থানা কৃষি অফিস থেকে বিভিন্ন প্রশিক্ষণ পাচ্ছেন। নিজেরাও এখন অনেক সংঘবদ্ধ। তাদের কাজকর্ম দেখে পাশের গ্রামগুলোতে কৃষকদের মধ্যে এ ধরনের সমবায় গড়ার আগ্রহ পরিলক্ষিত হচ্ছে।
১১। কোন জাতীয় প্রতিষ্ঠানে অংশীদারিত্বের ভিত্তিতে তহবিল গঠিত হয়?
(ক) সরকারি-বেসরকারি অংশীদারিত্বভিত্তিক ব্যবসায়
(খ) জাতীয়-অংশীদারিত্বভিত্তিক ব্যবসায়
(গ) কোম্পানি ব্যবসায় (ঘ) রাষ্ট্রীয় ব্যবসায়
সঠিক উত্তর :ক
১২। এনজিও বলতে বোঝায়-
(ক) বেসরকারি ব্যাংক (খ) সরকারি অফিস
(গ) সমবায় সমিতি (ঘ) বেসরকারি সংস্থা
সঠিক উত্তর : ঘ
১৩। উদ্যোক্তা কোন ধরনের কাজ করতে বিশেষ আনন্দ পান?
(ক) চ্যালেঞ্জনমূলক (খ) সৃজনশীল
(গ) উন্নয়নমূলক (ঘ) ঝুঁকিপূর্ণ
সঠিক উত্তর : ক
১৪। ২০১৫ সাল নাগাদ সরকারের প্রবৃদ্ধি অর্জনের লক্ষ্যমাত্রা কত?
(ক) ৯% (খ) ৭.৫% (গ) ৮% (ঘ) ৬.৭%
সঠিক উত্তর : গ
১৫। ২০১০ সালে আবির ও তার তিন বন্ধু ঢাকার কলাবাগানে একটি বই-এর দোকান প্রতিষ্ঠা করেন। চুক্তি অনুযায়ী ব্যবসায়ের মেয়াদ ২ বছর করা হয়। এখানে কোন ধরনের ব্যবসায়ের বর্ণনা দেওয়া হয়েছে?
(ক) বিশেষ অংশীদারি (খ) সীমিত অংশীদারি
(গ) যৌথ মূলধনী (ঘ) ঐচ্ছিক অংশীদারি
সঠিক উত্তর :ক
১৬। সংঘস্মারক বা স্মারকলিপি হলো কোম্পানির-
(ক) গঠনতন্ত্র (খ) পরিচালনা বিধি
(গ) উপবিধি (ঘ) নিয়ম-বিধি
সঠিক উত্তর : ক
নিচের অনুচ্ছেদটি পড়ে ১৭ ও১৮ নং প্রশ্নের উত্তর দাও:
জনাব আবুল কালাম ঈশ্বরদী ইপিজেড এলাকায় কর অবকাশ সুবিধাপ্রাপ্তি, সর্বোচ্চ বিনিয়োগ ভাতা সুবিধাপ্রাপ্তি এবং যন্ত্রপাতির ওপর সর্বোচ্চ অবচয় ধার্যের সুবিধাপ্রাপ্তির ধারণা থেকে শিল্পপ্রতিষ্ঠান গঠনের লক্ষ্যে ১০ কোটি টাকায় যন্ত্রপাতি ও প্লান্ট প্রতিষ্ঠা করলেন।
[ বাকি অংশ প্রকাশিত হবে আগামীকাল ]
মন্তব্য করুন