মো. শফিকুল ইসলাম ভুঞা

সিনিয়র শিক্ষক

ঢাকা ক্যান্ট. গার্লস পাবলিক স্কুল ও কলেজ

ঢাকা



প্রিয় শিক্ষার্থীরা, আজকের পাঠশালায় তোমাদের জন্য থাকছে ফিন্যান্স, ব্যাংকিং ও বীমা দ্বিতীয় পত্রের বহুনির্বাচনী প্রশ্নের ওপর আলোচনা।

বহুনির্বাচনী প্রশ্ন ও উত্তর



১। কমপক্ষে কত বছর উত্তীর্ণ না হলে সম্পূর্ণ মূল্য প্রদান করা হয় না?

ক. ৪ বছর খ. ৩ বছর গ. ২ বছর ঘ. ১ বছর

২। নিচের কোন ক্ষেত্রে গ্রুপ বীমার ধারণাটি প্রযোজ্য?

ক. অগ্নি বীমা খ. নৌ বীমা

গ. জীবন বীমা ঘ. শস্য বীমা

৩। দু'জন বীমাকারীর মধ্যে সম্পাদিত হয় যে বীমা তা হলো-

ক. পুনঃবীমা খ. দ্বৈত বীমা

গ. যৌথ বীমা ঘ. গোষ্ঠী বীমা

৪। কেন্দ্রীয় ব্যাংকের ঋণ নিয়ন্ত্রণের প্রধান উদ্দেশ্য কী?

ক. মুদ্রাসংকোচন রোধ

খ. মুদ্রাস্টম্ফীতি রোধ

গ. ঋণের পরিমাণ কাম্য স্তরে রাখা

ঘ. বাণিজ্যিক ব্যাংকের ওপর নিয়ন্ত্রণ

৫। উত্তোলন কোন জাতীয় হিসাব?

(ক) দায় হিসাব (খ) মূলধন হিসাব

(গ) মালিকানাস্বত্ব হিসাব (ঘ) আয় হিসাব



উত্তর: ১.গ ২.গ ৩.ক ৪.গ ৫.গ



জ্ঞানমূলক প্রশ্ন



১। অর্থের সময়মূল্য কী?

উত্তর :সময় পরিবর্তনের সঙ্গে সঙ্গে অর্থের মূল্যের যে পরিবর্তন হয় তাকে অর্থের সময়মূল্য বলে।

২। বার্ষিক বৃত্তি কী?

উত্তর :নির্দিষ্ট সময় পরপর একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ জমা দেওয়া হলে বা পাওয়া গেলে তাকে বার্ষিক বৃত্তি বলে।

৩। কার্যকরী সুদের হার কী?

উত্তর :ঋণগ্রহীতা প্রকৃতপক্ষে ঋণদাতাকে যে হারে সুদ প্রদান করে তাই কার্যকরী সুদের হার।

৪। বাট্টাকরণ কী?

উত্তর :ভবিষ্যতে প্রাপ্ত অর্থের বর্তমান মূল্য নির্ণয়ের কৌশলই হলো বাট্টাকরণ।

৫। চক্রবৃদ্ধিকরণ কী?

উত্তর :চক্রবৃদ্ধিকরণ হলো এমন একটি প্রক্রিয়া, যার সাহায্যে সুদাসলের ওপর সুদ হিসাব করে ভবিষ্যৎ মূল্য বের করা যায়।

৬। বিধি ৭২ কী?

উত্তর :বিধি ৭২ হচ্ছে এমন একটি কৌশল, যার মাধ্যমে একটি টাকা বার্ষিক চক্রবৃদ্ধি সুদে কত সময়ে বা কত হারে দ্বিগুণ হবে তা বের করা হয়।

৭। বিধি ৬৯ কী?

উত্তর :বিধি ৬৯ এমন একটি কৌশল, যার মাধ্যমে একটি টাকা অর্ধবার্ষিক/অবিরত চক্রবৃদ্ধি সুদে কত সময়ে বা কত হারে দ্বিগুণ হবে তা বের করা হয়।

৮। সুযোগ ব্যয় কী?

উত্তর :একটি প্রকল্পে বিনিয়োগ করলে অন্য আরেকটি প্রকল্পে বিনিয়োগের সুযোগ ত্যাগ করতে হয়, যা অর্থায়নে সুযোগ ব্যয় নামে পরিচিত।

৯। চক্রবৃদ্ধি সুদ কী?

উত্তর :নির্দিষ্ট সময় পর অর্জিত সুদাসলের সঙ্গে যুক্ত হয়ে প্রাপ্ত সুদাসলের ওপর পরবর্তী সময়ে যে সুদ নির্ণয় করা হয় তাকে চক্রবৃদ্ধি সুদ বলে।

১০। বিলম্বিত বৃত্তি কী?

উত্তর :যে বৃত্তি এখন বা বছর শেষে শুরু না হয়ে বিলম্বে শুরু হয় এবং ভবিষ্যতের একটি নির্দিষ্ট সময় পর্যন্ত চলতে থাকে তাকে বিলম্বিত বৃত্তি বলে।



অনুধাবনমূলক প্রশ্ন



১। অর্থের বর্তমান ও ভবিষ্যৎ মূল্যের মধ্যে পার্থক্য সৃষ্টিকারী উপাদান কোনটি? ব্যাখ্যা কর।

উত্তর :অর্থের বর্তমান ও ভবিষ্যৎ মূল্যের মধ্যে পার্থক্য সৃষ্টিকারী উপাদান হলো সুদের হার বা বাট্টার হার।

সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে অর্থের মূল্যের পরিবর্তন হয়। আজকের ১০০ টাকা এক বছর পরের ১০০ টাকার চেয়ে অধিক মূল্য বহন করে।

[ বাকি অংশ প্রকাশিত হবে আগামীকাল ]

মন্তব্য করুন