
সহকারী অধ্যাপক (বাংলা)
রাজউক উত্তরা মডেল কলেজ
ঢাকা
শিক্ষার্থী বন্ধুরা, আজ তোমাদের পরীক্ষার প্রস্তুতির সুবিধার্থে গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করা হচ্ছে। প্রথমে নিজেরা চেষ্টা করবে।
(গত আলোচনার পর থেকে)
১২। 'নদীতে নাকি প্রচুর লাশ ভাসছে'- উক্তিটি দ্বারা কী বোঝানো হয়েছে?
(ক) পাকবাহিনীর বর্বরতা
(খ) মুক্তিবাহিনীর সংগ্রাম
(গ) রাজাকার বাহিনীর কর্মকাণ্ড
(ঘ) যৌথ বাহিনীর হত্যাকাণ্ড
১৩। লেখিকা শিউরে ওঠেন কেন?
(ক) ভয়ে (খ) আতঙ্কে
(গ) হত্যাযজ্ঞের কথা শুনে
(ঘ) অচেনা স্পর্শে
১৪। জামী কী কাটছিল?
(ক) প্রবাদ প্রবচন (খ) ছড়া
(গ) গান (ঘ) কবিতা
১৫। যুদ্ধের শেষ দিকে শহীদ হন কে?
(ক) রুমী (খ) শরীফ
(গ) জামী (ঘ) জাহানারা ইমাম
১৬। 'একাত্তরের দিনগুলি' গ্রন্থে উল্লিখিত বাবুর মামারা কোথায় থাকতেন?
(ক) এলিফ্যান্ট রোড (খ) শান্তিনগর
(গ) সদরঘাট (ঘ) আজিমপুর
১৭। 'মুষলধারায়' বলতে বোঝায়-
(ক) অত্যন্ত মোটা ধারা (খ) অত্যন্ত ক্ষুদ্র ধারা
(গ) মাঝারি ধারা (ঘ) শুস্ক মৌসুম
১৮। করিমের ঘরে ঢোকার কারণ কী?
(ক) পাক-বাহিনীর ভয়ে
(খ) লেখকের সঙ্গে কথা বলতে
(গ) বৃষ্টি থেকে নিজেকে রক্ষা করতে
(ঘ) রোদ থেকে নিজেকে রক্ষা করতে
১৯। 'কোথায় যাবে?' এটি কোন ধরনের বাক্য?
(ক) জিজ্ঞাসা (খ) হতাশা
(গ) অনুভূতিশীল (ঘ) ব্যঞ্জনামূলক
উত্তর:১.গ ২.গ ৪.খ ৫ ক ৬.খ ৭.ক ৮.খ ৯.ক ১০ খ ১১ ক ১২.ক ১৩.গ ১৪.খ ১৫ ক ১৬.খ ১৭.ক ১৮.খ ১৯.ক
মন্তব্য করুন