ওই এলাকার আবদুল মোতালেবের স্ত্রী গোলাপি বেগম বলেন, শত্রুতা থাকলে তার সঙ্গে থাকতে পারে। এই গাছগুলোর কী অপরাধ ছিল? এ কৃষানি আরও বলেন, সবজি বাগানে ২ হাজার শসা ও মিষ্টি কুমড়ার গাছ ছিল। সব গাছই কেটে ফেলেছে দুর্বৃত্তরা।
সরেজমিন পরিদর্শন শেষে উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা নূর এ আলম বলেন, কৃষি বিভাগ গোলাপির পাশে আছে। সরকারি প্রণোদনা এবং স্বল্প সুদে ঋণ পেতে গোলাপি বেগমকে সহযোগিতা করা হবে।
বিষয় : শত্রুতার বলি দুই হাজার গাছ
মন্তব্য করুন