- লোকালয়
- নিখোঁজ মা ও ছেলের দু'দিনেও সন্ধান নেই
লোকালয়
চরফ্যাসনে ট্রলারডুবি
নিখোঁজ মা ও ছেলের দু'দিনেও সন্ধান নেই
চরফ্যাসন (ভোলা) প্রতিনিধি |
চরফ্যাসন (ভোলা) প্রতিনিধি
প্রকাশ: ১৯ অক্টোবর ২১ । ০০:০০
প্রকাশ: ১৯ অক্টোবর ২১ । ০০:০০স্থানীয় সূত্র, পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, বিধবা বিলকিছ বেগমের বাড়ি চরফ্যাসন উপজেলার দক্ষিণ আইচা থানার মুজিবনগর ইউনিয়নের সিকদারচর গ্রামে। তেঁতুলিয়া পাড়ের সিকদারচর থেকে ছোট ছেলে মামুনের জন্য মেয়ে দেখতে পরিবারের ৯ সদস্যকে সঙ্গে নিয়ে কুকরিমুকরি ইউনিয়নের মেঘনা পাড়ের গ্রাম চরপাতিলায় আসেন তিনি। কনে দেখে রোববার দুপুরে পরিবারের ৯ সদস্যকে নিয়ে ট্রলারে করে চরপাতিলা থেকে নিজ গ্রাম সিকদারচর ফিরছিলেন তারা। বৈরী আবহাওয়ায় আকস্মিক ঝড়ের কবলে পড়ে চরপাতিলা সংলগ্ন মেঘনায় ট্রলারটি ডুবে যায়। ট্রলারডুবির পর স্থানীয় জেলেরা নিখোঁজ স্বপনের স্ত্রী রোজিনা এবং তার কোলে থাকা দেড় বছরের শিশু সন্তান জোবায়েরসহ মেঘনায় ভাসতে থাকা ছয়জনকে জীবিত উদ্ধার করেন। স্বপনের বড় ছেলে তিন বছরের জুনায়েদের মরদেহ উদ্ধার করা হয়। কিন্তু ট্রলার মালিক স্বপন ও তার মা বিলকিছ বেগমকে উদ্ধার করা যায়নি।
ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আসাদুজ্জামান জানান, বৈরী আবহাওয়ার প্রভাবে নদী উত্তাল এবং খরস্রোতের কারণে উদ্ধার অভিযানে গিয়েও ব্যর্থ হয়ে ডুবুরি দল ফিরে এসেছে। তবে উদ্ধার কাজ চলবে।
বিষয় : চরফ্যাসনে ট্রলারডুবি
মন্তব্য করুন